Home কবিতা, রকমারি তেজস্বিনী কবিতারকমারি তেজস্বিনী By Du-কলম Posted in কবিতা, রকমারি Posted on November 2, 2020 Views: 884 সোমালী শর্মা তুমি নারী তেজস্বিনী, সৃষ্টি স্থিতি বিনাশিনী।তুমি জননী, তুমি কন্যা, তুমি ভগিনী,সবারই দুঃখে সুখ সঞ্চারিনী।শিবের ঘরনী পার্বতী রূপে,করেছিলে সংহার অসুর কুলে।তোমারে পূজিব মোরা একশো আটটি পদ্মফুলে।সীতা রূপে ছিলে তুমি, রামের ঘরনী।অগ্নিপরীক্ষা দিলে তুমি, করিয়া শান্ত ধরণী।হে নারী …তুমি সাবিত্রী, শস্য শ্যামলা রূপে এই ধরিত্রী।তুমি সৃষ্টির গর্ভধারিণী, শিবের জটায় বাস তোমার গঙ্গা রূপিণী।হে নারী, তুমি জগতের জগদ্ধাত্রী, তুমি এ ভুবনের সবার জন্মদাত্রী। সমুদ্র মন্থনে তুমি এনেছিলে অমৃত ভান্ডার, লক্ষীরূপে পূজিব তোমারে হে ধন ভান্ডার ।তুমি বুদ্ধিতে, সৃষ্টিতে প্রেরণায়। তুমি বিদ্যা, শক্তি, সরস্বতী, দুর্গায়।লক্ষীরূপে সদা চপলিনী,মা দুর্গা রূপে হে দশপ্রহরিনী ,প্রয়োজনে তোমারি মতো “মা”আমরাও ধরতে পারি খড়্গ; হয়ে তেজস্বিনী।। সোমালি শর্মা২৬ বছর ধরে ভিলাইতে বসবাস করলেও এমন এক সাংস্কৃতিক দলের সঙ্গে যুক্ত আছেন, যাঁরা সংসারের নানা কাজের মধ্যেও নাটক, গান মঞ্চস্থ করে থাকেন। এছাড়াও সোমালি একটি বুটিক দেখাশোনা করেন। Previous Post Next Post