Home সম্পাদকীয় সম্পাদকীয় ~ নভেম্বর ২০২০
সম্পাদকীয়

সম্পাদকীয় ~ নভেম্বর ২০২০

Du~কলমের সকল সদস্য ও সদস্যাদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।

Du~কলম ছড়িয়ে পড়ছে বেশ অনেক শহরে; এমনকি দেশের বাইরেও। সাড়া পাচ্ছি আমরা, শখের অথবা প্রতিষ্ঠিত, নবীন বা প্রবীণ — সমস্ত কবি ও লেখকদের কাছ থেকে। নিত্য নতুন লেখা, আঁকা আর ভিডিওর মাধ্যমে সদস্য সংখ্যা যেমন বাড়ছে তেমনই কিছু লেখা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে প্রায় ৮০০/১০০০ ভিউজের মধ্যে দিয়ে। যা আগে শুধুমাত্র ভিডিও তেই সীমাবদ্ধ ছিল। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে।

বেশ কিছু সদস্য/সদস্যরা আমাদের জানিয়েছেন তারা সব থেকে বেশি পোস্ট “share”, “like” আর “comment” করে ফেসবুক-এর “Top Member’s Badge” পেয়েছেন অনেকেই। তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।

Du~কলমের এ মাসের বিষয় ভ্রমণ। বেশ কিছু মাস ধরে বাড়িতে বন্দী আমরা যদি একটু মুক্তির স্বাদ পাই লেখা পড়ে আর ছবি দেখে বা ভিডিও দেখে। সেই উদ্দেশ্যেই Du~কলমের এই বিষয়।

বাড়ি থেকে দু পা ফেলেই হোক আর দেশ বিদেশের কথাই হোক। তথ্যমূলক হোক আর ভ্রমণ বিষয়ক গল্প — ভ্রমনের মজা পাওয়া যায় যেন তাতে। তাই চটপট লিখে, ছবি বা ভিডিও তুলে পাঠিয়ে দিন Du~কলম ব্লগে dukalomblog@gmail.com এই mail id-তে। আর নাহলে Whatsapp করুন 9810528989 বা 9830879398 এই নম্বরে।

উৎসবের মাস বলে উৎসব সম্পর্কিত যে কোনো বিষয় গতমাসের মত এ মাসেও Du~কলমে পোস্ট করা হবে।

এছাড়া নিয়মিত বিভাগ যেমন আঁকা, নাচ বা গানের ভিডিও বা নানা বিষয়ের ওপর লেখা, গল্প সব কিছুর ওপর লেখা যেমন আপনাদের কাছ থেকে সবসময় পেয়ে এসেছি, আশা রাখি যে এবারেও পাবো।

শুধু একটাই অনুরোধ—

ভিডিওটি সুন্দর ভাবে রেকর্ড করে পাঠাতে হবে। HD কোয়ালিটি হলে সব থেকে ভালো হয়।

যে কোনোরকম লেখা যদি 500 শব্দের মধ্যে হয় তাহলে ফেসবুকে পোস্ট হবে। যদি 500 শব্দের বেশি হয় তাহলে আমাদের Du~কলম ব্লগে পোস্ট করা হবে।

উৎসবের আনন্দের রেশ যে আজকের এই বিপর্যস্ত অবস্থাতেও হার মানেনি সেটা আশার কথা। করোনা নামক অতিমারীর সময়েও কলকাতায় পুজো হয়েছে অবশেষে। যদিও আইনের বিধিনিষেধ মেনে সাবধানে। কয়েক কোটির বাজেট কমেছে তাই বোধহয় এবারের কলকাতায় আবাসনের পুজো, বাড়ির পুজো আলাদা করে নজর কেড়েছে সবাইয়ের।

আসছে আলোর উৎসব দীপাবলী। দিল্লী কলকাতায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। উৎসব তাই মনের মাঝেই থাকুক আনন্দের পসরা নিয়ে। সাবধানে কাটুক সকলের আলোর উৎসব দীপাবলী আর কালীপুজো।


 

 

 

সুদেষ্ণা মিত্র

এডিটর, Du~কলম

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!