দু-কলম হলো নিজস্ব চিন্তা, অভিজ্ঞতা, কল্পনা প্রকাশের এক মাধ্যম। তিন ভাইবোন অত্রিয়, সৃজিত্‌ ও সুদেষ্ণার মন থেকে ইচ্ছে ছিল এমন এক ম্যাগাজিন তৈরি করা যেখানে তাদের পরিবার ও বন্ধুরা এবং আরো অনেকেই নিজেদের মনের কথা বা কল্পনার প্রকাশ অনায়াসেই করতে পারে। সহায়তার হাত বাড়িয়ে দিল সৃজিতের বন্ধু অরিজিত। চারজনের সদিচ্ছায় শুরু হলো এই দু-কলম ব্লগ ম্যাগাজিনের পথ চলা।

আপনাদের সব লেখাই আমাদের অনুপ্রেরণা। তাই এই লেখা এর আগে ইন্টারনেটে যাতে না প্রকাশ হয়ে থাকে, সেই বিষয়টি আপনারা নিশ্চয় খেয়াল রাখবেন সেটি আমাদের একান্ত অনুরোধ।

১। ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, কবিতা/ছড়া
(সামাজিক/র‍হস‍্য/ভৌতিক/হাসি ও কৌতুক/ঐতিহাসিক/কল্পবিজ্ঞান)

২। প্রবন্ধ
(সাহিত্য ও সংস্কৃতি/ রম‍্য রচনা/সাম্প্রতিক বিষয় (রাজনীতি বাদে)/ঐতিহাসিক রচনা/ভ্রমণ/রান্নাবান্না/চিকিৎসা/বিজ্ঞান ও প্রযুক্তি/দার্শনিক)
[উপযুক্ত/বৈধ তথ‍্য প্রমাণ ও উৎস উল্লেখ সহ]

৩। বিবিধ
ধাঁধা, শব্দছক, জোকস্, ওয়েব কমিক্স, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি।
[উপরোক্ত সব বিষয় গুলিই মৌলিক হওয়া আবশ‍্যিক।]

দু কলম কোনো রকম রাজনৈতিক বা বির্তকমুলক লেখা  প্রকাশ করতে অনিচ্ছুক।

আপনার লেখাdukalomblog@gmail.comএ পাঠান। আমরা Word Document বা Google Docs-এও লেখা নিয়ে থাকি।
আপনার লেখার সাথে মানানসই কোনো ছবি যা আপনার নিজের তোলা বা হাতে আকাঁ পাঠাতে পারেন, তাহলে আমরা উপকৃত হই।
লেখার সাথে আপনার একটি ছবি সহ ছোট একটি পরিচিতি একান্তই কাম‍্য।

ধন্যবাদান্তে,

টীম দু~কলম

বিশেষ দ্রষ্টব্য : এই ব্লগে প্রকাশিত যাবতীয় বিষয়বস্তু “দু-কলম” ব্লগ স্বত্ত্বাধিকারীদের লিখিত অনুমতি ছাড়া অন্য কোথাও (প্রিন্ট / অনলাইন মিডিয়া) প্রকাশ করা যাবে না। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Du-Kalom is an endeavour to publish thoughts, experiences and imaginations. Cousins Atriya, Srijit, Sudeshna and Srijit’s friend Arijit have come up together to create a platform where the willing may pen down their imaginations and freely express to their heart’s content.

We appreciate unpublished contributions only.

We sincerely hope to bring out your writing skills, sharpen your thoughts and widen your creative expanse for all times to come.

We solicit contributions in the following areas:

1. Fiction: Short Story, Novella, Novel, Poem/Limerick (Genres: Literary/Sociological/Crime and Mystery/Macabre/Horror/Comedy/Historical/Science Fiction)

2. Non-Fiction: Humour, Contemporary (non-political / non-controversial), History and Culture, Tourism, Culinary, Medicinal (with relevant sources and studies), Science and Technology. (Please provide sources for non-fiction writing)

3. Miscellaneous: Riddles, Crossword, Jokes, Photography, Painting, etc.

Kindly avoid controversial or Political writings.

Please mail your thoughts to dukalomblog@gmail.com as a Word document or Google Docs. Kindly attach relevant photographs or sketches (Copyright- free) with your write-up including your short bio-data with a photograph.

Thank You.

TEAM DU~KALOM