রচয়িতা: ঐশ্বর্য দে
হাইটেক যুগেও
অন্ধবিশ্বাস কুসংস্কার,
তন্ত্র মন্ত্র জ্যোতিষ বিদ্যার
মহিমায় জোরদার ।।
ভাগ্যনিয়ামক গ্রহরত্নে
নাম, খ্যাতি, যশ,
এই বিশ্বাস বুদ্ধিশক্তি
করছে বিবশ।।
ধর্মগুরুর সিংহভাগই
ভন্ড প্রতারক,
ভন্ড ধর্মের ধ্বজাধারী
ভাগ্য নিয়ন্ত্রক।।
দেশে-বিদেশে আশ্রম
আর সম্পত্তির ভোগ,
ক্ষমতার অলিন্দে অসৎ গুরুদের
সুনিবিড় যোগাযোগ।।
ধর্মের ওই ছত্রছায়ায়
স্বপ্নপূরণের সাধ,
আসলে তে ধর্মের নামে
প্রতারণার ফাঁদ।।
বিড়াল তপস্বী ধর্মগুরুর
অসামাজিক রঙ্গ,
তাতে করেও বিশ্বাসীদের
হয়নি মোহভঙ্গ ।।
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি
খুঁজছে অলীক মুক্তি,
ফুল – বেলপাতায় দিয়ে চাপা
বুদ্ধি আর যুক্তি।।
অসাধারণ। এমন রচনা আরোও চাই।
Thank you Srijit…
Blog er idea ta khub I valo..