Home সম্পাদকীয় সম্পাদকীয় মে ২০২৩
সম্পাদকীয়

সম্পাদকীয় মে ২০২৩

🔸সুদেষ্ণা মিত্র

আজ শ্রমিক দিবসের দিন সম্পাদকীয় লিখতে বসে প্রথমেই জানাই সমস্ত খেটে খাওয়া পরিশ্রমী মানুষদের আন্তরিক কৃতজ্ঞতা। যাঁদের ছাড়া প্রযুক্তির এতো উন্নতি সত্ত্বেও আমরা আজও এক পা চলতে পারি না। দেশের হাজারো সমস্যার সমাধান যদি আমরা নাও করতে পারি অত্যন্ত বাড়ির অথবা চারপাশের খেটে খাওয়া মানুষগুলোর কথা যেন ভাবতে পারি, বোধহয় সেই অঙ্গীকার টুকু আজকের দিনের বড় চাওয়া।

মে মাস – মানেই চোখের সামনে ভেসে ওঠে কাঠ ফাটা রোদ আর বিরক্তিকর ঘাম, কাল বৈশাখীর জন্যে হাহুতাশ আর নাহলে জল মগ্ন রাস্তাঘাট, আগে সঙ্গী ছিল লোডশেডিং, হাত পাখা ও। এখন হয়তো কিছুটা কমেছে। তবু এরই মে মাস মানেই লম্বা একটা গরমের ছুটি – মুক্তির আনন্দ। ছুটি মানেই শুধু স্কুল আর কলেজ নয়। ছুটি মানেই যেখানে মন চায় বেরিয়ে পড়া, বন্ধুদের নিয়ে ঘোরা ফেরা, জমিয়ে আড্ডা। সেই আনন্দের অংশীদার হতেই Du কলমের এই মাসের বিষয় –

“ছুটি ছুটি “। যাতে ভরে থাকুক নানা রকম ছুটির গল্প। সে যে কোনও বেড়াতে যাওয়ার গল্পই হোক না কেনো পাঠিয়ে দিন আমাদের কাছে এই মেল আইডি তে

dukalomblog@gmail.com

অথবা আমাদের whatsapp no.
092058 46599

আমাদের বিষয়ভিত্তিক লেখা ছাড়াও আপনাদের লেখার মধ্যে দিয়ে আপনারা স্মরণ করতে পারেন সেই সমস্ত বরণীয় ব্যক্তিত্বদের যাঁরা এই মাসে পৃথিবী তে এসেছিলেন সারা বিশ্বে বাঙালির মুখ উজ্জ্বল করার জন্যে।

শেষ করবার আগে জানাই আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের আসন্ন গ্রীষ্মকালীন সংখ্যায় আমাদের আশাতরিক্ত লেখা পাঠানোর জন্যে। আপনাদের এই মাসের লেখার অপেক্ষায় থাকলাম আমরা টিম Du কলম।

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!