🔸️সুদেষ্ণা মিত্র
“এসো শ্যামল সুন্দর….”
এই আর্তি আজ সর্বত্র। অথচ আমরা সকলেই জানি একটা সময় ছিল যখন প্রকৃতি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিত্য নতুন রূপে ধরা দিতো আমাদের কাছে। কবিদের কাছে সেই রূপ যদি কল্পনার প্রেরণা হয়ে থাকে, খেটে খাওয়া মানুষের কাছে প্রকৃতি অন্ন সংস্থানের আশা ভরসা। গ্রীষ্মের দাবদাহে ঝলসে যাওয়া প্রকৃতি যদি সিক্ত হয়ে ওঠে বর্ষার জলে, শীতের বিবর্ণতা যদি নিষ্ঠুর হয়ে ওঠে বসন্তের উজ্জ্বলতা ভরিয়ে দেয় রূপে রসে গন্ধে।
আজ অবশ্য এসব গল্পকথা । মানুষের আরও ভালো থাকার চাহিদায়ে মানুষ ই আজ বিপন্ন। ঋতু পরিবর্তন আজ ধরা ছোঁয়ার বাইরে। গাছ কেটে অট্টালিকার স্বপ্ন দেখা চোখে আজ গ্লোবাল ওয়ার্মিং এর বিষন্নতা।
🔸এবারের বিষয়ের মধ্যে তাই Du কলম চায় প্রকৃতির কথা বলতে – অনুরোধ জানায় তার পাঠকদের কাছে লেখায়, নাচে গানে আঁকার মধ্যে দিয়ে প্রকৃতির নানা রূপ ফুটিয়ে তুলতে Du কলমের পাতায়, “প্রকৃতি ই সম্পদ” এই শিরোনামে।
🔸️পাঠিয়ে দিন আমাদের মেল আইডি
তে
dukalomblog@gmail.com
🔸️আমাদের whats app নম্বরে
092058 46599
আপনাদের কাছ থেকে প্রতি মাসের বিষয়ে যেভাবে সাড়া পাই এবারেও সেভাবেই Du কলমের পাতা ভরে উঠবে সেই আশা নিয়ে শেষ করলাম আজকের সম্পাদকীয়। অপেক্ষায় রইলাম আপনাদের সহযোগিতার ও উৎসাহ ভরা আশ্বাসের।