Home সম্পাদকীয় সম্পাদকীয় এপ্রিল ২০২৩
সম্পাদকীয়

সম্পাদকীয় এপ্রিল ২০২৩

🔸️সুদেষ্ণা মিত্র

এপ্রিল মাসের সম্পাদকীয় লিখতে বসে মন স্মৃতির পাতা খুলে বসে অজান্তেই। Du~কলম ম্যাগাজিন প্রকাশের স্বপ্ন নিয়ে তিন ভাইবোনের ২০২০ সালের পয়লা বৈশাখে পথ চলা শুরু, পায়ে পায়ে পেরিয়ে আসা হলো তিন-তিনটি বছর। পরিবার পরিজন বন্ধুবান্ধব ও ৭০ জন ফলোয়ারস নিয়ে অনলাইন Du কলমের আজ সদস্য সংখ্যা ৮০২৩। প্রকাশিত হয়েছে তিনটি মুদ্রিত সংখ্যা। পাশে পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট লেখক লেখিকা ও শুভানুধ্যায়ীদের। সাহস সঞ্চার করে এগিয়ে চলেছি আমরা। দু’ এক মাসের মধ্যেই আমরা প্রকাশ করতে চলেছি সম্পূর্ণ নতুন রূপে Du~কলম ম্যাগাজিন।

এই স্মৃতির ঝাঁপি আমাদের অত্যন্ত সুখের অনুভূতি আর তাই থেকেই মনে এলো এই মাসের বিষয় ভাবনা।

🔸️স্মৃতি সততই সুখের। তাই এবারে আমাদের অনুরোধ আপনাদের কাছে আর দেরী না করে, শুরু করুন স্মৃতি রোমন্থন, আর খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিন আমাদের কাছে আপনার কোনো সুখকর অনুভূতি, সে কোথাও বেড়াতে গিয়েই হোক অথবা জ্যামে আটকে পড়ে, না হলে কালবৈশাখীর দাপটে হিমশিম খেয়েই হোক অথবা নেমন্তন্ন বাড়ির খাওয়াদাওয়াতেই হোক – এমন বেশ কিছু মজার বা আনন্দের কথায় ভরিয়ে দিন আমদের ফেসবুক পেজ অথবা ব্লগ।

🔸️তিন বছরের এই পূর্তি উপলক্ষে আমরা এবারে পরিকল্পনা করেছি কয়েকটি বিশেষ লাইভের, নতুন কিছু অনুষ্ঠানের। আশা করি আপনাদের ভালো লাগবে।

🔸️এই তিন বছরে আমরা অপ্রত্যাশিত সাড়া পেয়েছি Du~কলমের সঙ্গে জড়িয়ে থাকা পাঠক পাঠিকা, লেখক লেখিকা ও শিল্পীদের কাছ থেকে। আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমাদের আসন্ন মুদ্রিত সংখ্যা সম্বন্ধে নানা ঘোষনা জানতে হলে আমাদের পেজে চোখ রাখার আবেদন জানালাম আমরা টীম Du~কলম।

🔸️এই মাসের লেখা পাঠানোর জন্যে রইলো আমাদের মেল আইডি- dukalomblog@gmail.com

🔸️Whatsapp no
9205846599

দয়া করে যদি “এই মাসের বিষয়” এই কথাটি লিখে দেন তাহলে আমাদের খুবই উপকার হয়। সকলকে আসন্ন নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম এই মাসের সম্পাদকীয়।

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!