Home সম্পাদকীয় সম্পাদকীয় – Du-কলম এর দু কথা
সম্পাদকীয়

সম্পাদকীয় – Du-কলম এর দু কথা


সুদেষ্ণা মিত্র

৭ বৈশাখ ১৪২৭

 

আপনাদের সকলের ভালবাসা আর সহযোগিতার হাত ধরে আমাদের Du-কলম এগিয়ে চলেছে। আজ রাত ফুরোলেই তার বয়েস হবে এক সপ্তাহ। যাদের লেখা আঁকা বা ক্যামেরা বন্দী ছবি দিয়ে জন্মলগ্ন থেকে দু কলম সেজে উঠেছে, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আগামী দশদিনে যাদের লেখা ও ছবি এই ব্লগ আপনাদের কাছে পৌঁছে দেবে, তাদের সবাইয়ের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

আপনারা জানেন আমাদের Du-কলম দ্বিভাষিক পত্রিকা মানে বাইলিঙ্গুয়াল ম্যাগাজিন। এই সপ্তাহ মানে আজ থেকে শুরু করে আগামী দশদিন জুড়ে তাই বাংলা এবং ইংরাজি দুই ভাষার ওপর ভিত্তি করে নানারম বিষয় আপনাদের সামনে তুলে ধরাই আমাদের ইচ্ছে। যার মধ্যে নিয়মিত বিভাগ ছাড়াও ধারাবাহিক লেখা ছবি ও আঁকার গ্যালারী এই ধরণের নতুন বিষয় ও থাকবে। তাই চোখ রাখুন, পড়ুন ও পড়ান Du-কলম। আপনাদের শেয়ার ও মতামতের দিকে তাকিয়ে রইল Du-কলম টীম। ভাল থাকুন। আমাদের চারপাশ এবং বিশ্বের প্রতিটি দেশ ভাইরাস মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক খুব তাড়াতাড়ি এটাই একান্ত কাম্য।

ধন্যবাদ


 

Sudeshna Mitra

April 20, 2020

 

Du-কলম heads into a new week with your constant love and support. Once this night is over, we will be 1 week old. We are grateful for the contributors who shared their sketches or carefully shot photographs with us. We are also grateful for the different articles, stories, essays, and photographs that will grace our blog this coming week. Being a bilingual magazine, Du-কলম will share both Bengali and English content on many different subjects. We want to give a platform to all creative minds, regardless of language. We will be also starting a Series section for long stories or novels as well as an art gallery for photos and sketches on a variety of themes. So, keep reading Du-কলম, and like, comment, and share the creative works posted here!

We are looking forward to an exciting week ahead! We are really eager to learn from you, so share your feedback and tell us how we can improve our blog/website or content quality.

Lastly, let’s stay safe. We cannot let this terrible situation hinder our creative spirit. We will overcome it, and we will recover. At Du-কলম, we pray for you and the world to recover and return to normalcy.

Thank You


Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!