Home সম্পাদকীয় সম্পাদকীয় – পয়লা বৈশাখ, ১৪২৭
সম্পাদকীয়

সম্পাদকীয় – পয়লা বৈশাখ, ১৪২৭

সুদেষ্ণা মিত্র

পয়লা বৈশাখ, ১৪২৭


আজ পয়লা বৈশাখ। ১৪২৭-এর প্রথম দিনটি আমার আপনার সবাইয়ের কাটবে ঘরের চার দেওয়ালের মধ্যে। তবে প্রত্যেক বাঙালীর কাছে বাংলা নববর্ষ নতুন আশায় নতুন স্বপ্ন দেখার দিন। লেখালেখির ভালো লাগাকে বাস্তব রূপ দিতে অনুপ্রেরণাকে সঙ্গী করে আমার ম্যাগাজিনের স্বপ্ন দেখা শুরু। পাশে পেলাম আমার দুই ভাই সৃজিত্‌ আর অত্রিয়কে। ভাবলাম একটু অন্যরকম হবে এই ম্যাগাজিন। আমার চারপাশের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনদের যখন দেখতাম যে তারা সংসার আর বাইরের নানা কাজের ব্যস্ততার মধ্যেও তাদের ক্রিয়েটিভ বা প্যাশনের দিকটি সুন্দরভাবে ধরে রেখেছে তখন তাদের দেখে খুব ভালো লাগতো। আমি যেন প্রেরণা পেতাম নতুন কিছু করার। তাই ঠিক করলাম আমার ম্যাগাজিন হবে এদের নিয়েই। ঠিক করলাম দেওরের বিয়ে উপলক্ষে কলকাতায় এসে শুরু করবো এর কাজ। কিন্তু বিধি বাম। বিদেশ থেকে আসা ভাইরাস আমাদের দেশেও ছড়িয়ে পড়লো। টেনশন আর মানষিক অস্থিরতা এক মাস ধরে আমাদের নিত্য সঙ্গী হয়ে গেল।
আমরা তিন ভাইবোন ভাঙলাম তবু মচকালাম না। ছাপা বই না হোক অনলাইন ম্যাগাজিন তো হতেই পারে। যেমন ভাবা তেমন কাজ। আমার মনোবল বাড়াতে সাহায্যর হাত বাড়িয়ে দিলো সৃজিতের বন্ধু অরিজিৎ। তিনজন মিলে আমার ব্লগ ম্যাগাজিনের টেকনিক্যাল দিকটা সামলাতে থাকল। আমি সাহস পেলাম এগিয়ে চলার। তৈরি হল ব্লগ ম্যাগাজিন “দু-কলম”। বিশ্বজুড়ে এই ভয়াবহ পরিবেশ ও মানসিক অস্থিরতার মধ্যে পাশে পেলাম আমার অনেক প্রিয়জনকে যারা আমাকে ভরসা দিল। “দু-কলম”-এর আজ প্রথম পথ চলা। চারপাশের এই চরম পরিস্থিতেও যাদের লেখা দিয়ে আজকের আমাদের শুভ সুচনা তাদের জন্যে আমাদের “দু-কলম টীম” এর পক্ষ থেকে রইলো বিশেষ কৃতজ্ঞতা। যাদের লেখার ওপর ভরসা করে আমাদের এই ব্লগ ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে তাদের জানাই আগাম অভিনন্দন এবং ধন্যবাদ। পরিশেষে বলি “দু-কলম” আপানাদের লেখা, মতামত –– সব কিছুর ওপরেই নির্ভরশীল; তাই “দু-কলম” পড়ুন এবং অন্যদের পড়তে সাহায্য করুন। আগামী দিনগুলো সকলের ভালো কাটুক; এখন শুধু এইটুকুই চাওয়া।

Author

Du-কলম

Join the Conversation

  1. Sudeshna, many many congratulations on the starting of your new project….wishing all three brothers and sister a very best of luck….I will try to be there along with you through your journey…because I really liked it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!