Home বিবিধ, প্রবন্ধ সাতটি কারণ যা প্রকৃত বন্ধু কে অন্য বন্ধুদের থেকে আলাদা করে
বিবিধপ্রবন্ধ

সাতটি কারণ যা প্রকৃত বন্ধু কে অন্য বন্ধুদের থেকে আলাদা করে

সঞ্চারী গোস্বামী মজুমদার


 আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষগুলি হল আমাদের অভিভাবকরা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের জীবনসঙ্গী এবং বন্ধুরা।  এদের ছাড়া আমাদের জীবনকে আমরা কখনোই সম্পূর্ণ ভাবতে পারিনা।

 কেউ কেউ বলে আমাদের বেস্ট ফ্রেন্ড হল তারা যারা সর্বদা আমাদের সাপোর্ট দেয় আর যে কোন খারাপ পরিস্থিতিতে র আমাদের পাশে সব সময় থাকে। আমাদের সেই খারাপ পরিস্থিতি থেকে বার করে আনার সবরকম চেষ্টা করে, বিশ্বের সামনে আমাদের তুলে ধরে এবং আমাদের সেরা প্রমাণ করে। শুধু তাই নয় তারা সর্বদাই আমাদেরকে নিয়ে গর্বিত হয়।

 কিন্তু আমার মনে হয় শুধু এই গুণগুলো থাকাই যথেষ্ট নয়। একজন প্রকৃত বন্ধুর মধ্যে সর্বপ্রথম মুখের ওপর সত্যি কথাটা স্পষ্ট করে বলার সাহস এবং ইচ্ছা থাকা সব থেকে জরুরি  তা সে সত্যি যতই কঠিন হোকনা কেন। কোন মিথ্যের আশ্রয় ছাড়া বা সান্ত্বনা না দিয়ে যে সত্যিকে স্পষ্ট করে বলবে তার বন্ধুর সামনে। আর সে আসলে তার বন্ধুকে সেই খারাপ পরিস্থিতি থেকে বের করে আনার আসল উপায় কি সেটা বলে দেয়। যে সত্যি কথা বলে সে যে কতটা সৎ এবং স্পষ্টবাদী অর্থাৎ সোজাসাপ্টা কথা বলে সেটা প্রমাণ করে দেয়। হয়তো অনেক সময় এই সোজাসাপ্টা কথা কষ্ট দেয়। কিন্তু সেটা সবসময় ভালোর জন্যই বলা হয়।তার মানে এটা নয় যে সে খারাপ,কাঠখোট্টা বা অসভ্য। আসলে তারা সবসময় চায় তাদের বন্ধুদের ভালো হোক। আর তারা ভাল করার জন্য সব কিছু করতে প্রস্তুত হয়।অনেক সময় কঠোর সত্যিকেও মুখের উপর বলতে তারা থামেনা, শুধুমাত্র তাদের বন্ধুর ভালোর জন্য।

 এরকম বন্ধুদেরকে আমাদের কখনোই হারানো উচিত না বা এদের ওপর রাগ করে এদের থেকে দূরে সরে যাওয়া উচিত না। প্রকৃত বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের বিষয়।  এদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা  উচিত।

কি সাতটি  গুন থাকলে একটি মানুষ কে আমরা প্রকৃত বন্ধু বলতে পারি যা অন্য বন্ধুদের থেকে তাকে আলাদা করে?

 

 ১.প্রকৃত বন্ধু আপনার পরোয়া করবে 

যারা প্রকৃত বন্ধু হবে তারা মন থেকে আপনার জন্য চিন্তা করবে। হয়তো সবসময় প্রকাশ করবে না। কিন্তু তার মানে এই নয় যে তারা আদেও আপনার কথা ভাবে না। তারা হয়তো সবসময় প্রকাশ করতে পারে না যেভাবে আপনি চান কিন্তু তারা ভাবে  এবং অনেক মানুষের থেকে অনেক  অংশে বেশিই ভাবে।

 

২. সত্য গোপন করে না

প্রকৃত যারা ভাল বন্ধু হয় তারা সবসময় সত্য গোপন না করে সোজাসুজি কথা বলে তা সে ভালো লাগুক বা নাই লাগুক। এরা সবসময় চাই  আপনি সত্যিটা জানুন এবং সেটা বুঝুন। কারা আর পাঁচজন মানুষের মতন কোন কথা কি ঘুরিয়ে পেচিয়ে বা মিথ্যে কোন সান্ত্বনা দিয়ে বলে না। এই  গুণটাই তাদের অন্য আর পাঁচটা মানুষের থেকে আলাদা করে আপনার কাছে।

 

৩.  জীবন  নিয়ে যথেষ্ট সচেতন

প্রকৃত বন্ধু যারা হয় তারা  আসলে খুব নিজেদের জীবন নিয়ে খুবই সচেতন। আর এরা জানে তারা জীবনের থেকে কি চায় এবং ভাগ্যের আশায় বসে থাকার লোক তারা নয়। তারা ওবন্ধুত্বের ক্ষেত্রেও একই জিনিস করে।

 

মিথ্যের কোন আশ্রয় নেয় না

আগেও বলেছি যে প্রকৃত মানুষ যারা হয় তারা মিথ্যে কথা খুব কমই বলে। তারা জীবনের প্রত্যেকটা সম্পর্কে  একইভাবে এগিয়ে নিয়ে যায়। বন্ধুত্ব তার ব্যতিক্রম নয়। এরা কোন  সত্যি কথাই আড়াল করে না বা কারো মন রাখার জন্য অযথা মিথ্যা বলে না।  এই মানুষগুলো অযথা মিথ্যা কথা বলতে এদের মুখে বাঁধে এবং এরা নকল বন্ধুদের মতন মিথ্যে বলে না।  এদের স্বভাব হল স্পষ্টবাদী, সৎ, কখনো  কঠোর স্বভাব কিন্তু মন থেকে যত্নশীল।

 

৫. অজানা নয় আপনি

আমাদের  প্রকৃত বন্ধুরা আমাদেরকে  খুব ভালো করেই চেনে। আমাদের না বলা কথায় যে আবেগ বা অনুভূতি থাকে তা বুঝতে এদের কোন কষ্ট হয়না।  এরা আমাদের পছন্দ-অপছন্দ,রাগ -আনন্দ,ভালো লাগা- খারাপ লাগা সব ব্যাপারটাই খুব ভালো করে জানে।  এই মানুষগুলোর জানতে বাকি থাকে না কিসে আমরা খুশি হই ঠিকই থেকে আমাদের মন খারাপ হয়।এরা এটাও জানে যে কখন আমাদের কি প্রয়োজন বা কাকে প্রয়োজন। আমরা মানি বা না মানি এরাই একমাত্র ব্যক্তি যাদের ভালোবাসা কঠোর লাগলেও এরাই আমাদের মুখে শেষমেষ হাসি ফোটায়।

 

৬. ক্ষমা চাইতে দ্বিধাবোধ করে না

ইচ্ছা করে কখনো এরা ভুল করতে চায় না। আর কোনদিনও যদি করে বসে তবে ক্ষমা চাইতে একটুও দ্বিধাবোধ করে না। উল্টে নিজেদের দোষটা মেনে নিয়ে খুব সহজেই ক্ষমা চেয়ে  নিতে পারে আমাদের কাছে। এটা প্রমাণ করে যে তাদের মন কতটা ভালো এবং তারা কতটা অনিচ্ছাকৃত ভুল করে লজ্জিত এবং তা স্বীকার করতে কোন অসুবিধা নেই। এর ফলে যদি কোন গন্ডগোল হয়ে থাকে তা সহজে মিটে যায় কারণ তারা কখনো কোন সমস্যা কে বাড়াতে চায় না।

 

৭. বদল কে ভয় পায় না

এই ধরনের মানুষ কখনো বদলকে ভয় পায়না উল্টে তাকে  সব সময় মেনে নেয় এবং তার সাথে খাপ খাইয়ে এগিয়ে চলে। এরা ভবিষ্যৎ নিয়ে ভয় পায় না। এরা সব সময় সামনের দিকে এগিয়ে  যেতে প্রস্তুত থাকে।জীবনকে  উপভোগ করতে  এরা খুব ভালোবাসে। সবশেষে সবকিছু মধ্যে আনন্দ ও শান্তি খুঁজে পেতে চায়।  তাই বন্ধুত্বের ক্ষেত্রেও ঠিক একই জিনিস করে।

আজকের দিনে সত্তিকারের মানুষ পাওয়া খুবই কষ্টকর বিষয়। আর বন্ধুত্বের ক্ষেত্রে তো সবথেকে কঠিন। কারণ আমাদের বন্ধু অনেক হতে পারে কিন্তু প্রকৃত বন্ধু একজনই হতে পারে। তার প্রধান কারণ হচ্ছে এই ধরনের মানুষের সংখ্যা পৃথিবীতে সত্যিই খুব কম। খুব কম সংখ্যক মানুষ এই ধরনের মানুষের সংস্পর্শে আসতে পারে এবং বন্ধুত্ব করতে পারে। যে গুণগুলো একজন প্রকৃত মানুষের মধ্যে থাকে যা তাকে আলাদা করে আর পাঁচজনের থেকে, এই ধরনের মানুষই একমাত্র বন্ধুত্বকে মন থেকে মেনে তা সততা ও ভালবাসার সাথে এগিয়ে নিয়ে যেতে পারে। 

আশা করবো যে আপনাদের জীবনে এ ধরনের মানুষ থাকলে যার মধ্যে এই গুণগুলো আছে তাকে কোনমতে নিজের থেকে দূরে সড়াবেন না এবং তাকে বুঝিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন। কারণ এরকম মানুষকে বন্ধু হিসাবে পাওয়া খুব ভাগ্যের বিষয়।

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!