Home বিনোদন, প্রবন্ধ প্রসঙ্গ ঋষি কাপুর।
বিনোদনপ্রবন্ধ

প্রসঙ্গ ঋষি কাপুর।

লেখিকা: শর্মিলা মজুমদার


কাপুর পরিবারের আকাশ থেকে আরো একটা তারা খসে পড়লো। রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের ছোটো ছেলে ববির সেই দুষ্ট মিষ্টি ঋষি কাপুরের অকালপ্রয়ানে আমি মর্মাহত। যখন স্কুলে পড়তাম তখন সিনেমা দেখাটা ছিল অপরাধ। তাই একান্ত ইচ্ছে থাকলেও দেখার সুযোগ হয়ে ওঠেনি। সুযোগ এলো কলেজে। আশি সালের গোড়ার দিকে। একের পর এক সিনেমা দেখেছি ঋষি কাপুরের। এর কিছু আগে থেকে টেলিভিশনের দৌলতেও বেশ কিছু সিনেমা দেখেছি ওনার। ভালো লাগতো ওনার হাসি হাসি মুখে অভিনয়। রোমান্টিকতার পাশাপাশি কমেডির হাল্কা ছোঁয়া চরিত্র কে অন‍্য মাত্রা দিতো। তখন একের পর এক নামকরা সিনেমা। কর্জ, ইয়ে ওয়াদা রহা, নসীব, জমানা কা দিখানা হ‍্যায় ছবিগুলো দেখতাম আর ভাবতাম কেমন যেন স্বপ্নের জগতে ভাসছি। প্রেমরোগ ছবিতে ওনার চরিত্রের দৃঢ়তা আবার আবেগের কাছে বশ্যতা স্বীকারের অভিব‍্যক্তি না দেখলে ভাবা যায় না। নাচগান হাসি প্রেমে আমাদের ভরিয়ে রাখা মানুষটির অসুস্থতার খবরে মন ভারাক্রান্ত ছিলো। সুস্থ হয়ে উঠেছিলেন তেমন খবর ও পাওয়া গেছিলো। আজ সকালে পাওয়া খবর তাই বড়োই আকষ্মিক ছিলো আমার কাছে‌। ওনার ১৫১ খানা সিনেমা হয়তো দেখে উঠতে পারিনি তবে মনের মনিকোঠায় সব সময়ের জন্যে ধরে থাকবে ঋষি কাপুরের  সপ্রতিভ অভিনয়,নাচ আর দুষ্টু মিষ্টি হাসি।

Image Courtesy: The Federal



শর্মিলা মজুমদার

গৃহবধূ। পড়ার সাথে সাথে গল্পের বই পড়া, গান করা ও সেলাই করা ছিল নেশা। বর্তমানে গল্পের বই পড়া, বুনন শিল্প এবং গৃহস্থলী নিয়ে ব্যস্ত। ভ্রমণের নেশা তো আছেই।

 

 

 


 

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!