Home সম্পাদকীয় সম্পাদকীয় – পয়লা মে
সম্পাদকীয়

সম্পাদকীয় – পয়লা মে

সুদেষ্ণা মিত্র


আজ ১ মে। দশদিন আগে আপনাদের বলেছিলাম এই মাসের শুরুতে আমার সম্পাদকীয় বিভাগ টি নিয়ে আবার হাজির হবো। আমার নিজের কথা শুরু করার আগে বলি পরপর দুদিন দুই প্রিয় তারকার অপ্রত্যাশিত মৃত্যুর খবরে শোকাহত দু কলমের পাশে এসে আপনাদের ওনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনে আমরা আপ্লুত। গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন ক্রীড়া জগতের আর এক তারকা চুনী গোস্বামী।শোকাহত ক্রীড়া ও বিনোদন জগত।

জীবন এগিয়ে চলে নিজের তাগিদে। এগিয়ে চলে তাই দু কলম ও। আজ এই শ্রমিক দিবসের বিশেষ দিনটি দু কলমের কাছে ও খুব গুরুত্বপূর্ণ। আজ Du-কলম তার ভিউসের এর সংখ‍্যা চারহাজার অতিক্রম করলো মাত্র ১৬ দিনে। এই অসম্ভব সম্ভব হলো শুধুই আপনাদের জন্যে। আপনাদের লেখা; আপনাদের সারাক্ষন পাশে থাকা এবং সবসময় নানা মতামতের মধ্যে দিয়ে আমাদের উৎসাহিত করার ফসল আজ দু কলমের সাফল্য। এই বিশেষ দিনে তাই আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

মে বা বৈশাখ মাস আপামর বাঙালির কাছে অত্যন্ত গর্বের মাস, ভালোলাগার মাস। তিন জগত বিখ‍্যাত ব‍্যক্তিত্বের জন্মমাস- শ্রী সত‍্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। এই দিনগুলো কে কেন্দ্র করে Du- কলমের জন্মের প্রাক্কালে অনেক রকম ভাবনা চিন্তা ও করা হয়েছিলো যা এখন আর বাস্তবায়িত করা সম্ভব নয় এই লকডাউনের পরিবেশে। তবে তা ভেবে নিরাশ হবো না আমরা কেউই। সেই ভাবনা নিয়ে দু কলমের পক্ষ থেকে আগামী একমাস ধরে যে বিষয়গুলির ওপর আমরা কাজ করবো, তা আপনাদের জানিয়ে দিতেই আমার আজকের সম্পাদকীয়।

আমাদের নিয়মিত বিভাগ, যেমন ভ্রমণ , বিনোদন, রান্না বান্না, ফ‍্যাশন, গল্প, প্রবন্ধ, শিশু বিভাগ বা আঁঁকা ও ছবির পাশাপাশি এবারের মূল আকর্ষণ এই তিন বিখ‍্যাত মানুষের জন্মদিন উপলক্ষে ওনাদের নিয়েই নানাধরনের লেখা। সেই লেখার মধ্যে রিসার্চর্ধমী লেখাও যেমন থাকবে তেমনই আমার বা আপনাদের জীবনে এই তিনজনের অনুপ্রেরনা বা অবদান কি সেই রকম কথাও লেখা হোক এ আমার একান্ত অনুরোধ- তা সে সত‍্যজিৎ রায়ের সিনেমা হোক বা বইপড়া কিম্বা রবীন্দ্রজয়ন্তী বা নজরুল জয়ন্তী পালন করার অভিজ্ঞতা। জানা নেই আমাদের এই বন্দী জীবন কবে কাটবে!! তাই এবার আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় এই তিনজনকে জন্মদিনের প্রণাম জানান আপনারদের নিজেদের লেখা, গান বা নাচ অথবা আঁকা বা কবিতা পাঠের মধ্যে দিয়ে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি কপিরাইটের আজকাল বড়োই কড়াকড়ি। তাই কোনোরকম ভিডিও বা অডিও পাঠালে তা কপিরাইট ফ্রী হওয়া অত‍্যন্ত জরুরি।

আজ এই অবধি। আপনাদের সঙ্গে আরো অনেকদুর এগিয়ে চলতে পারবো এই আশা রাখি সবসময়। ভালো থাকুন। সুস্থ থাকুন।

Author

Du-কলম

Join the Conversation

  1. Hain,amra sobai tomader songe achi ei lockdown er somoy nanarokom topic er opor lekha khub bhalo lagche.
    SOBAI BHALO THEKO.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!