Views:
1,208
অরিন্দম আচার্য
আকাশের নীল রং গায়ে মেখে
আলোয় ভেসেছে সারা পথ।
ফুলের সৌরভ মনে মেখে,
উড়িয়েছি সাত-ঘোড়া-বাঁধা রথ।
তুমি বুঝবে না কোনদিন,
আমার মনের কথা আছে লেখা।
প্রজাপতির রঙিন পাতায়
প্রণয়ের কণা যায় দেখা।
তবু আকাশের নীল রং মাখো।
আলোয় যাও দূরে ভেসে।
ফুল হয়ে কোন বাগানের শোভা
ছড়াও আর গান গাও হেসে।
তুমি বুঝবে না, বুঝবে না কোনদিন,
কি কথা লেখা আছে মনে!
জোনাকির ঝিকমিকে আলো
আঁধারে সে চিঠিগুলো গোনে।
তবু নীল রং গায়ে মাখো।
ভালবাসা যাক দূরে ভেসে।
রচয়িতা পরিচিতি
প্রকাশিত বই:
- দিগন্তিকা কাব্যগ্রন্থ (2017)
- গোধূলিবেলার দিনগুলি – উপন্যাস (2018)
- ধুলোমাখা পথে – উপন্যাস (2019)
প্রকাশিত গল্প:
- বস্তুবাদ – দেশ পত্রিকা 2nd July 2019
- পুণর্মিলন – ঋতবাক March 2019
- শুভ পরিণয় – দেশ পত্রিকা 17th April 2020
প্রকাশিত প্রবন্ধ:
- দ্বিশতবর্ষ পরে বর্তমান ভারতীয় সমাজে কার্ল মার্ক্সের প্রাসঙ্গিকতা – এক্ষণ পুণর্মূদ্রণ- সুবর্ণরেখা পাবলিশার্স 2018
Also read: দু-কলমে অন্যান্য কবিতা
খুব সুন্দর।
ধন্যবাদ