Home কবিতা কথা লেখা আছে মনে
কবিতা

কথা লেখা আছে মনে

অরিন্দম আচার্য

 

আকাশের নীল রং গায়ে মেখে
আলোয় ভেসেছে সারা পথ।
ফুলের সৌরভ মনে মেখে,
উড়িয়েছি সাত-ঘোড়া-বাঁধা রথ।

 

তুমি বুঝবে না কোনদিন,
আমার মনের কথা আছে লেখা।
প্রজাপতির রঙিন পাতায়
প্রণয়ের কণা যায় দেখা।

 

তবু আকাশের নীল রং মাখো।
আলোয় যাও দূরে ভেসে।
ফুল হয়ে কোন বাগানের শোভা
ছড়াও আর গান গাও হেসে।

 

তুমি বুঝবে না, বুঝবে না কোনদিন,
কি কথা লেখা আছে মনে!
জোনাকির ঝিকমিকে আলো
আঁধারে সে চিঠিগুলো গোনে।
 

তবু নীল রং গায়ে মাখো।
ভালবাসা যাক দূরে ভেসে।

রচয়িতা পরিচিতি
 

অরিন্দম আচার্য

পেশায় ব্যাঙ্ক কর্মী ও সাহিত্যিক| নেশা – বই পড়া, সিনেমা দেখা ও আড্ডা মারা।

প্রকাশিত বই:

  • দিগন্তিকা কাব্যগ্রন্থ (2017)
  • গোধূলিবেলার দিনগুলি – উপন্যাস (2018)
  • ধুলোমাখা পথে – উপন্যাস (2019)

প্রকাশিত গল্প:

  • বস্তুবাদ – দেশ পত্রিকা 2nd July 2019
  • পুণর্মিলন – ঋতবাক March 2019
  • শুভ পরিণয় – দেশ পত্রিকা 17th April 2020

প্রকাশিত প্রবন্ধ:

  • দ্বিশতবর্ষ পরে বর্তমান ভারতীয় সমাজে কার্ল মার্ক্সের প্রাসঙ্গিকতা – এক্ষণ পুণর্মূদ্রণ- সুবর্ণরেখা পাবলিশার্স 2018

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!