দীপঙ্কর ঘোষ
নদী বেয়ে লাশ বয়ে যায়।
অনাহার না অসুখে
কী আসে যায়?
শহরের শ্মশানে আগুন
আর
গ্রামের চুল্লি দেখুন
নিভে যায়।
গেঁয়ো মানুষ
নাকে গোঁজে আম গাছ,
শহরের তরে অক্সিজেন।
গ্রামের আছে ভুখা পেট
শহরের তরে ক্যান্টিন।।
দীপঙ্কর ঘোষ
একজন বৃদ্ধ চিকিৎসক। এক কালে মেডিক্যাল কলেজে পড়াতেন। লেখালেখিই বাতিক। প্রবন্ধ কবিতা এবং ছোটো গল্প লিখে থাকেন। এ যাবৎ প্রকাশিত বইয়ের নাম “মানদাসুন্দরী ও মাতাল ডাক্তার” – এক মাতালের বেদনাবিধুর গল্প সমষ্টি। আর প্রকাশিতব্য “রঙিন কৈশোর” এবং “কিছু অসুখ কিছু কথা”, রূপালী প্রকাশনী থেকে।