Home সম্পাদকীয় সম্পাদকীয় ~ জুন ২০২১
সম্পাদকীয়

সম্পাদকীয় ~ জুন ২০২১

মাসের প্রথম দিন। সম্পাদকীয় লেখার তাগিদ। কিন্তু গত একমাস ধরে অতিমারী, ইয়াশের সঙ্গে সঙ্গে চারপাশের চিকিৎসা সংকট, ভ্যাকসিনের অভাব সব কিছুর প্রকোপ শুধু পরিবেশ নয় লেখার কাজের জন্যে যে মানষিক সুস্থতার প্রয়োজন সেটাও নষ্ট করে দিচ্ছে।

এমন অবস্থাতেও যখন ফোন পাই যে অনেকে Du~কলম পড়েন মন ভালো রাখার জন্যে, যখন শুনি আজ অনেক দেরিতে পোস্ট এলো অনেকক্ষন অপেক্ষা করছিলাম, তখন আশা জাগে আমরা সবাই পারবো ভালো সময় ফিরিয়ে আনতে।

Du~কলমের সদস্য সদস্যরা অনেকেই অসুস্থতার সঙ্গে লড়াই করে সেরে উঠেছেন, আপনাদের সবার জন্যে রইলো শুভকামনা। সাবধানে থেকে নিজেদের সুস্থ করে তুলুন ধীরে ধীরে। আমাদের সদস্যদের মধ্যে দু একটি পরিবার হারিয়েছেন প্রিয় মানুষদের। ভগবান আপনাদের মনের জোর দিন এই বিপর্যয় কাটিয়ে উঠবার। সর্বোপরি আমাদের দেশ কাটিয়ে উঠুক এই অতিমারী। ভ্যাকসিন পৌঁছে যাক সবার কাছে। আবার সব ছন্দে ফিরুক।

সকলের দেওয়া উৎসাহ আর আশার আলোয় মন বেঁধে আজ ফিরে আসবো Du~কলমের এ মাসের বিষয় নিয়ে।

আপনারা যারা Du~কলম নিয়মিত পড়েন তাঁরা দেখে থাকবেন ছোটো থেকে বড়ো সব বয়সের বিভিন্ন আঁকা বা হাতের কাজ আমরা সব সময় পোস্ট করে থাকি। সেই দিকটি মাথায় রেখেই আমাদের লেখিকা জয়তী ধর পাল একটি সাজেশন দিয়েছিলেন। আমরা সেটিকেই আমাদের এ মাসের বিষয় হিসেবে নির্বাচন করলাম।

এবারের বিষয়

লোকশিল্প এবং লোকসাহিত্য। বাংলা তথা ভারতের সমস্ত রাজ্যের এবং ভারতের বাইরের বিভিন্ন দেশের লোকশিল্প, লোকসাহিত্য এবং লোকসঙ্গীত ও লোকনৃত্যের ওপর আমরা সব ধরনের কাজের লেখা, আঁকা ও ভিডিও আপনাদের থেকে পাওয়ার আশা রাখছি।

পাঠিয়ে দিন আমাদের মেইল আই.ডি.-তে

dukalomblog@gmail.com

আমাদের Whatsapp নম্বর

9810528989

9830879398

080134 33174

আমাদের কাছে এসে পৌঁছতে শুরু করেছে ধারাবাহিক লেখা ও উপন্যাস যা আমাদের ব্লগে এবং ফেসবুক পেজে আমরা পোস্ট করতে থাকবো এই মাস থেকেই। আপনাদের কাছে তাই এবার উপন্যাস বা বড়ো গল্প লেখার অনুরোধ রইলো।

এ মাসের থেকে আমরা Instagram এও Du~কলম কে ছড়িয়ে দিলাম। আপনাদের অনুরোধ যদি নিচের দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করেন তাহলে আমাদের ইনস্টাগ্রাম পেজ টি দেখতে পাবেন।

https://www.instagram.com/dukalom?r=nametag

এ ছাড়াও আমাদের নিয়মিত বিভাগ আছেই। যেখানে আপনারা আপনাদের পছন্দ মত লেখা আঁকা নাচ গান পাঠাতে পারেন।

আপনাদের নিত্য নতুন সৃষ্টি ঘটুক সব অসহায়তা কে হারিয়ে, আমি টীম Du~কলমের পক্ষ থেকে সেই আশা নিয়েই শেষ করছি এবারের সম্পাদকীয়।

 

 

 

 

সুদেষ্ণা মিত্র

এডিটর, Du~কলম

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!