রান্নাবান্নাপ্রবন্ধ

মুড়োঘন্ট

বেগম মাহফুজা

উপকরণ:-
বড় কাতলা/রুই মাছের মাথা – ২/৩ পিস
মুগডাল – ২০০ গ্রাম
পেঁয়াজ – মাঝারি সাইজের ২টি
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
জিরে গুঁড়ো – ১ চা চামচ
তেজপাতা – ২টি
শুকনো লঙ্কা – ২টি
পাঁচফোড়ন – ১ চা চামচ
চিনি – ১চা চামচ
ঘি – ৩ চা চামচ
সর্ষের তেল -২ চা চামচ ও লবণ পরিমাণ মতো।
পদ্ধতি:-
প্রথমে শুকনো কড়াইয়ে মুগডালটা ভালোভাবে ভাজার পর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার প্রেসার কুকারে ডাল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ১টা পেঁয়াজ কুচানো, সর্ষের তেল ও পরিমাণ মতো জল দিয়ে প্রেসারের ঢাকনা এঁটে তিনটে সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। 
মাছের মাথাটা লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে।
তারপর কড়াইয়ে ঘি দিয়ে তাতে একে একে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে (১টা) পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা লাল করে ভাজা হলে তাতে ডালসিদ্ধ ও ভাজা মাছের মাথাটা ভেঙ্গে দিতে হবে। প্রয়োজনে গরম জল দিতে হবে। এই ডালটা গাঢ় হবে। তাতে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ভাত, রুটি, লুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
 
সাজানোর জন্য:-
শশা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাড়িপাতা ও পাহাড়ি ধনেপাতা।
লেখক পরিচিতি
 

 

 

 
বেগম মাহফুজা

লেখালেখি সংসার সামলানোর পাশাপাশি তিনি একটি ছোটদের স্কুল পরিচালনা করেন।

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!