পাপড়ি দত্ত
মেহেন্দি রঙ সে তো মুছে যায়নি
কত বৃষ্টি ঝরলো ভেবেছিলাম একটু আড়াল হব
দু’হাত দিয়ে তোমাকে পেয়েছি বৃষ্টি ভেজা রাত
মেহেন্দি রঙ তো মুছে যায়নি।
নভো মন্ডলে কত তারা খসে পরেছে তবু ওরা হারায়নি
শহর গলিতে ছুটেছে কত কি ফিরে এসেছে বার বার
যে চলেছে অন্য দ্বীপের খোঁজে সেও এসেছে রাঙামাটির কাছে।
তুমিও ছিলে কোনো এক প্রান্তে আসবে তুমিও ফিরে
বসে আছি আমি, পাখিরাও ফিরছে নীড়ে
বৃষ্টি আমাকে বলেছে মুখটা মুছে দিতে
বেরিয়ে পর খোলা মনে।
বৃষ্টি দিল আগাম বার্তা, ভিজেছি আমার কান্না নিয়ে
কোথায় তুমি হারিয়ে গেলে
না হয় কিছু দেরি হবে
আসবে ফিরে তুমি আসবে ফিরে।
ফিরে এসো আবার এখানে
হয়তো বা একটু নেবে সময়
ফিরতে তোমাকে হবে
এখনও তো মেহেন্দি রঙ, মুছে যায়নি।