অপর্ণা মুখার্জী
অনেক দিন হলো মনের সাথে কথা হয়নি। জীবনের ব্যস্ততায় শুধু সময়ের সাথে দৌড়ে চলেছি। মনকে তো কোনো প্রশ্নও করিনি। প্রশ্ন তখনই করি, যখন কিছু বা কাউকে হারিয়ে ফেলি বা হারিয়ে যাওয়ার ভয় করি। অর্থাৎ যখন বেদনা ভরা মেঘ ঢেকে দেয় খুশির আলোকে, তখন তার সাথে কথা বলি। কিন্তু যখন আনন্দে থাকে তখন তার সাথে তো অনুভবের কথা হয়। মন তখন তার সাথে প্রতি মুহূর্তে উপভোগ করে। আমার সাথে তো কথা হয় না। আর যখন দুঃখে থাকি তখন অনুতাপের সাথে কথা হয়, আমার সাথে তো হয় না। এরা নিজেরাই এতো ভালো বন্ধু যে, আমার প্রয়োজন হয় না এদের। দেখলে তো এরাও আমায় আমার জায়গা দেখিয়ে দিলো। বললে, এটুকুই তোমার; বাকিটা আমাদের। আর আমি মিছে গর্ব করে মরি যে মন শুধু আমার। আমরা সত্যি কি জানি, কি আমাদের? এরপর যখন এই মনকে কারো কাছে সমর্পণ করলাম তো আমি নিঃস্ব। আমি ছাড়া সকলেই এই মনকে তখন নিয়ন্ত্রণে আনে। আর আমি শুধু তাদের সাথে ভেসে যাই। মন যে কেবলি ছলনাময়, ধরেও না দেয় ধরা।
মন, তোমার সাথে আমি কোথাও জুড়ে আছি। তাই আমি ভালো থাকি না থাকি, তুমি ভালো থেকো।
ভালো লাগল।আরো লেখ।