Home কবিতা, রকমারি মজবুত পৃথিবী গড়ো
কবিতারকমারি

মজবুত পৃথিবী গড়ো

অনন্ত কৃষ্ণ দে

মাটি খুঁড়ে পৃথিবীকে উন্মুক্ত করো
ঠিক তেমনই, আকাশ ফুঁড়ে স্বর্গ
সমুদ্র এখন অনেক দুরে, তাকে গৃহবন্দী করো
সমুদ্রের নোনতা স্বাদের জলকে সংপৃক্ত করে,
একটা শুদ্ধ, রসালো, মজবুত পৃথিবী গড়ো।

মধ্যখানে আমরা, পাপীতাপী মূর্খ
মানুষের দল, বানরের পিঠে ভাগ করি।
গরিবের অন্ন রসাতলে যাক, তাকে ভোগ করি
রেশনের চাল পাচঁভুতে খায়, তাকে করায়ত্ত করি
মনের গভীরে ডুব দিয়ে শুধু গরল পান করি।

রনিতা গর্ভবতী, সে আজ বড় একা
করিম মিয়াঁর মেয়েকে রাতের অন্ধকারে,
কিছু লম্পট ভোগ করেছে, তার কি হবে!
বলবন্তের জমি-জমা সব মুনাফাখোরের কবলে
সে না পারে বলতে, বা ফসল ফলাতে।

ধুপ-ধুনো,পুজাপাট নয়, শক্ত হাতে ধরো হাল,
ধিক্কার জানাও, যারা কেড়ে খায় মুখের গ্রাস
এই রক্তবীজের ঝারকে নিঃশেষ করা বড়ো প্রয়োজন
এদের পৃষ্টদেশে গরম লৌহ শলাকা নিক্ষেপ করো
একটা দৃঢ়চেতা, মজবুত, স্বাস্থ্যবান পৃথিবী গড়ো।
লেখক পরিচিতি

 

 

অনন্ত কৃষ্ণ দে

কলকাতার বাগবাজারে জন্ম. মহারাজা কাশিমবাজার স্কুল ও বিদ্যাসাগর কলেজে পড়াশুনা. বিজ্ঞানে স্নাতক. স্কুল, কলেজ, অনু পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে লেখা. যুগ্ম ভাবে পদক্ষেপ নামে একটি পত্রিকা সম্পাদনা. নাটক ও স্কাউটিং এর সাথে যুক্ত।

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!