Du~কলম
এমন কিছু গান আছে যা তৈরির পেছনে অনেক গল্প লুকিয়ে থাকে। কিছু লোকমুখে শোনা, বেশ কিছু বই পড়ে জানা। অনেক ঘটনা হয়তো সত্যি, আবার কিছু হয়তো শুধুই অলীক। এই জানা অজানা নানা গল্প নিয়ে আমাদের “কিছু কথা কিছু গান” । প্রথম গল্প গুপী গাইন বাঘা বাইন সিনেমার “ওরে হাল্লারাজার সেনা” গানটির শুটিং চলাকালীন।
সত্যজিৎ রায়ের ইচ্ছে ছিল গুপী বাইন ও বাঘা বাইন সিনেমার ক্লাইম্ম্যাক্স দৃশ্যের শুটিং চলছিল রাজস্থানের জয়সলমিরে। তিনি যুদ্ধের সীনে বাঁশির সুর রাখবেন ঠিক করলেন। সন্ধান ও পেলেন। যখন বাঁশিওয়ালা বাঁশি বাজাতে শুরু করল তখন সত্যজিৎ দেখতে পেলেন বংশীবাদক শওকত আলীর মুখে দুটো বাঁশি বাজছে যার একটি বাঁশির মধ্যে একটা ফুkটো বাকি সব মোম দিয়ে বন্ধ। এই বাঁশি সানাইয়ের মত বাজবে আর অন্য বাঁশিটি যাতে সব ফুটো গুলো খোলা তাতে বাজবে সুর। এই বাঁশির নাম হলো সাতারা। এই বাঁশির উৎপত্তি হয়েছে জয়সলমিরের পঁচিশ মাইল পশ্চিমে খুড়ি গ্রামে। বাঁশি বাজানো শেষ করে শওকত আলী খানের বাঁশির রেকর্ডিং তাকে শোনানো হলো, শুনে সে বললো যে তাঁর একমাত্র ছোটো ভাই পাকিস্তান চলে গেছে এই গান যদি রেডিওতে বাজানো হয়, তাহলে ও যেখানেই থাকুক, ঠিক শুনতে পাবে।
(কথাগুলি সত্যজিৎ রায়ের। নিজের অভিজ্ঞতা “একেই বলে শুটিং” বইটিতে লিখেছিলেন।)