Home সম্পাদকীয় সম্পাদকীয় ~ মে ২০২১
সম্পাদকীয়

সম্পাদকীয় ~ মে ২০২১

এক বছর ধরে মাসের প্রথম দিনটি আমি সম্পাদকীয় লিখে আসছি। আগের বার আপনাদের বলেওছিলাম যে ভীষণ ভালোলাগা ভরে থাকে আপনাদের সামনে সম্পাদকীয় তুলে ধরবার সময়টাতে। কিন্তু এবারে, লিখতে তো বসলাম কি লিখবো সত্যি জানিনা।

গতবছর ও এই সময়টা অনিশ্চিত অসহায়তার মাঝে কেটেছিল। কিন্তু আমরা তাও আপনাদের সহযোগিতায় আশার আলো নিয়ে পালন করেছি সত্যজিৎ রায়ের জন্মদিন, রবীন্দ্র নজরুল জয়ন্তী। আশা নিরাশা ভয় সব নিয়েও গতবছর আমরা পাশে পেয়েছি আপনাদের সবাইকে পুরো মে মাস জুড়ে নানা লেখা, গান, কবিতা আর নাচের ভিডিওর মধ্যে দিয়ে।

এবছরের শুরুতে তাই আশা হয়েছিল হয়তো সব আগের মতই স্বাভাবিক হয়ে যাবে । আর হবে নাই বা কেনো! বিজ্ঞানী আর ডাক্তারদের চেষ্টায় দেশ অতিমারির প্রভাব কাটিয়ে উঠেছিল। হাসি ফুটে ছিল সকলের মুখে। খেটে খাওয়া মেহনতি মানুষদের জীবন ছন্দ পাচ্ছিলো। ঠিক সেই সময় আবার আছড়ে পড়লো দ্বিতীয় ঢেউ। সমাজের মুখপাত্রদের বিভ্রান্তিতে আবার সেই অতিমারি ফিরে এলো দ্বিগুণ বা চারগুণ হয়ে। গতবার তৈরি হওয়া আশা যে ভ্যাকসিন আমাদের জিতিয়ে দেবে তাও আজ নড়বড়ে। দেশে ভ্যাকসিনেরই আকাল।

প্রতিবার সম্পাদকীয় লেখার পর আমি বেশ কিছু ফোন পাই বা শুভানুধ্যায়ীদের মেসেজ পাই বিষয় নির্বাচনের ওপর । যার থেকে আমরা টীম দু~কলম উৎসাহ পাই আপনাদের থেকেই নতুন নতুন বিষয় নিয়ে উপস্থিত হতে। কিন্তু আজ আমাদের আপামর বাঙালীর প্রিয় মে মাস – সত্যজিৎ রায়, কবিগুরু আর নজরুল ইসলামের জন্মদিনের মাস আমরা কোনো বিষয় নির্বাচন করতে পারছি না কারন সৃষ্ঠি কিভাবে সম্ভব যদি মন থাকে ভারাক্রান্ত। সুর তাল কি করে শরীরে ছন্দ আনবে যদি জীবন তাই হয় ছন্দহীন।

আমাদের এ মাসের বিষয় তাই আপনাদের মনের ইচ্ছে এবং ভালোলাগার ওপর। হতে পারে সে ভালোলাগা রবীন্দ্রনাথকে ঘিরে কিছু লেখায়, অথবা তাঁর গানে নিজেকে খুঁজে পাওয়ার মাঝে। আপনাদের মন কিছুক্ষনের দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতে যদি চায় নজরুল ইসলামের গান ও কবিতার মধ্যে দিয়ে, পাঠিয়ে দেবেন তা আমাদের কাছে। আমাদের সকলের প্রিয় পরিচালক সত্যজিৎ রায়ের এবার জন্মশতবার্ষিকী। লিখে ফেলতে পারেন কি আপনার প্রথম দেখা ওনার কোনো সিনেমার অভিজ্ঞতা!

সাহিত্য ও সংস্কৃতি আমাদের মন ভালো রাখার বা দুঃখকে কিছু মুহূর্ত সামলে নেওয়ার অবলম্বন। তাই যদি মন চায় আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন আপনার ভালোলাগার সাহিত্য অথবা কাব্যকে। এছাড়া নিয়মিত গল্প, কবিতা বা প্রবন্ধ অথবা নাচ বা গানের ভিডিও পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনার সেই ভালোলাগার ছোঁয়া টুকু আরো কাউকে মুহূর্তের জন্যে হলেও ভালোলাগায় ভরিয়ে দেবে। আরোও একটা সুখবর। এ মাস থেকে আমরা ব্লগে শুরু করতে চলেছি ধারাবাহিক উপন্যাস। আপনাদের কাছে অনুরোধ রইলো, ব্লগে ধারাবাহিক ভাবে প্রকাশের উপযুক্ত উপন্যাস পাঠাবার জন্য।

শেষ করবার আগে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই দুর্দিনের মধ্যেও আপনারা যারা সমানে বই কিনছেন আমাদের থেকে আর উৎসাহিত করেছেন আরো ভালো কাজের জন্যে। টীম Du~কলম চিরকৃতজ্ঞ তাদের সব সদস্যের কাছে যাঁরা এই সময়েও লেখা আঁকা আর গানে ভরিয়ে দিচ্ছেন আমাদের দৈনন্দিন পোস্ট।

আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। সাবধানে থাকুন। খুব তাড়াতাড়ি সবাই যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি এই আশা টুকু নিয়ে শেষ করলাম আজকের সম্পাদকীয়।

“বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না যেন করি ভয়…”

 

 

 

 

সুদেষ্ণা মিত্র

এডিটর, Du~কলম

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!