Home কবিতা, রকমারি কি নাম দেবো তোমায়
কবিতারকমারি

কি নাম দেবো তোমায়

দেবাঞ্জলি


কি নাম দেবো তোমায়, বলো তো!
তুমি আমার কাছে অব‍্যক্ত, অপরিসীম, অধরা, না ছোঁয়া
তাও যেন কত আপন
দূরে...কিন্তু জীবন জুড়ে
আমার চলার পথে
বেড়ে ওঠার দিনগুলিতে
সবেতেই তুমি ছিলে, আছে আর থাকবেও
আমি না থাকলেও।
আমার মনের প্রতিচ্ছবি দেখেছি তোমার মুখে,
কখনো উজ্জ্বল, ঝকঝকে
কখনো বিষাদময়, ঘন কালো;
কখনো বা উপচে পড়া প্রেমের মতো ঝড়
কখনো বা প্রতিবাদে গর্জে ওঠা বিদ‍্যুতের মতো ভয়ঙ্কর, দুর্নিবার...
তুমি অনন্ত, সুন্দর
নিজের স্বমহিমায় বিদ‍্যমান।
মাঝে মাঝে মনে হয় একটু অহঙ্কারী কি!
তুমি কি বোঝো কে তোমায় ছুঁতে চায়!
তুমি আমার আকাশ।

Debanjali

Faculty Head, Economics, Resource person UN Programmes for students


 

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!