পীযূষ
মা ছোটবেলায় বলতো, বুকে হাত রেখে ঘুমবি না। বোবা ধরে!
কই ! গ্র্যাণ্ড হোটেলের নিচে ফুটপাতে সেই হকার লোকগুলোকে দেখেছি;
বুকে হাত রেখে সারারাত ঘুমিয়ে আছে!
মাঝে মাঝে হাসছে, আবোল তাবোল বলছে!
ওদের বোবায় ধরে নাতো?
সারা রাত পাঁচ-তারা হোটেলের গা ঘেঁসে হুস হুস ধোঁয়া ছেড়ে গাড়ী গুলো যাচ্ছে।
ওদের ঘুম ভাঙে না!
রাতভরে হুল্লোড় গুলো, ‘জনি ওয়াকার’-এর গন্ধ শরীরে মেখে, ‘জি ডি পি’র আলোচনা করে,
ওদের ছেঁড়া চাদরের ওপর পা রেখেই!
মার্সেডিজের অপেক্ষায় ভোর রাতেও!
ফিরেও তাকায় নি ওরা কোনোদিনও।
কে ঘুমোচ্ছে জানতেও চায় নি! কোনোদিনও।
ওদের তো ঘুম ভাঙে না।ওদের বোবায় ধরে না তো! আমাদের মতো’ন!
ওদের শুধু ঘুম ভাঙাতে পারে ভোরের আলোই!
বেঁচে থাকবার স্বপ্ন দেখবে বলে ওরা রোজ ঘুমিয়ে থাকে আনন্দেই।
আমরাই কি তাহলে মিথ্যাই জেগে থাকি সারাদিন!
আমাদেরই কি শুধু বোবা ধরে !!
চমৎকার!
Darun .👌👌👌👌.
Khub sundor hoiche.aro ei dhoroner sundor sundor lekho.tomar choto bhai Ranjan, panchet DVC.