বিবিধপ্রবন্ধ

দিশা

লেখিকা: সুস্মিতা রায়


 

এরই নাম বন্ধু!

কি করে বুঝে ফেলল যে আমি মাঝে মাঝেই মনের কথা লিখে ফেলার কথা ভাবি, কিন্তু যা হয়, পরীক্ষার ভয় না থাকলে বাচ্চারা যেমন পড়াশুনো করতে চায় না, আমার ক্ষেত্রেও তাই। টাস্ক মাথার ওপর এল বলেই না কলম চলতে শুরু করল। প্রচুর স্বাধীনতা, যা ইচ্ছে লিখে ফেলতে পারো, এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে!!

যদিও আমার এখনকার প্রফেশনের সঙ্গে লেখাপড়ার কোনও সম্পর্ক নেই, তবুও লিখতে আমি খুবই ভালোবাসি, সে গান Copy করাই বল, নাচের নতুন বোল শেখাই বল, কি পুরনো খাতাকে নতুনভাবে নতুন করে সাজিয়ে নেওয়াই বল, সবই আমার ফেভারিট পাস টাইম।

আমি বর্তমানে “ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স কথক”-এর প্রশিক্ষক। আমাদের ছোটবেলায় নাচ গান শেখাটা একটা হবি হিসেবে ধরা হতো। সে তুমি যত ভালই এসব ব্যাপারে পারদর্শী হওয়া না কেনো, পড়াশোনা বাদ দিয়ে কিছুই তুমি করতে পারবে না। তবে সব থেকে মুস্কিল তাদের জন্যে যারা পড়াশোনা এবং নাচ গান এসব বিষয়েও পারদর্শী হয়। তাদের জন্যে জীবনের লক্ষ্য ঠিক করা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আমাদের সময়ে( আজ থেকে প্রায় বছর তেত্রিশ আগে)এত রকম রিয়ালিটি শো এর রমরমা ছিল না।!! তবে তখনও রবীন্দ্র ভারতী বা শান্তিনিকেতনে গিয়ে এসব বিষয়ে পড়াশোনা বা ট্রেনিং নেয়া র যথেষ্ঠ সুযোগ ছিল। কিন্তু ওই যে পড়াশোনা ই একমাত্র পথ জীবনে কিছু করে দেখানোর। তাই সম্পূর্ণ অ্যাকাডেমিক লাইন কে অস্বীকার করে অন্যদিকে যাওয়া অপমানজনক বা লজ্জাকর বিষয় ছিল।

তখনকার তরুণ মন বুঝতে পারেনি তোমার প্যাশন ই একমাত্র জায়গা যা তোমাকে শান্তি দেবে ।

কি লাভ হল আমার সায়েন্স পরে বোটানি তে হনার্স করে যখন আমার আইডেন্টিটি তৈরি হলো আজ এত বছর পর সেই নাচের সূত্র ধরেই!! যে নাচ গান আমার সঙ্গে ছোটো থেকে অঙ্গাঙ্গী ভাবে জড়িত সেই নাচের মাধ্যমে আমার পরিচয় খুঁজে পেলাম ততদিনে যখন আমি নিজেকে নিয়ে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে শুরু করলাম। আমার বয়স তখন প্রায় চল্লিশ। ইতিমধ্যে বিগত দশ বছরে আমার দ্বিতীয় বার নাচের তালিম নেয়া শেষ হয়েছে বড়ো গুরুর কাছে। পড়াশোনার ডিগ্রি থাকার জন্যে এরই মাঝে শিক্ষকতাও করেছি। নাচ শেখা আর চাকরির পাশাপাশি অক্লান্ত পরিশ্রমে বাড়ির কাজ সামলানো আর নাচের স্কুল তৈরির চেষ্টা চালিয়ে গেছি। ঠিক করলাম হটাৎ ই যে এভাবে দু নৌকায় পা দিয়ে চলা যায় না , তাই যখন সিদ্ধান্ত নিলাম যে কোনো এক দিক বজায় রাখতে হবে জিতে গেলো প্যাশন। শুরু করলাম নৃত্য প্রশিক্ষণের কাজ। শুরু করলাম মাত্র দুজনকে দিয়ে। আজ এই দশ বছর পূর্ণ করে মনে হয় অনেক পথ হেঁটে চলে এসেছি। স্বাধীনভাবে বেঁচে থাকার এক যুগ পেরিয়ে আজ আমি জানি বাকি জীবন টা কিভাবে কেমন করে করবো আমি।

সদ্য পঞ্চাশ পেরোনো আমি যখন পুরোনো আমি কি দেখি মনে হয় জীবনের লক্ষ্য যদি ছোটো বয়েশ থেকে ঠিক করে নেয়া যায় তাহলে বোধহয় জীবনের চলা র পথ অন্যরকম হতে পারে। ছোটো থেকে শুরু করলে আজ অনেক বড়ো নৃত্যশিল্পী হতে পারতাম।

যদিও এ মুহূর্তে আমার কোনো আফসোস নেই। আমি আজ পরিপূর্ণ। বড়ো গুরুর কাছে তালিম নেয়া( যার সিংহভাগ সহযোগিতা আমার হাসবেন্ডের) থেকে শুরু করে প্রশিক্ষকের ভূমিকা সবেতেই আমি সফল। যদিও নৃত্যশিলপী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ আমার আর নেই কিন্তু আমার অনেক শিক্ষার্থী দের মধ্যে যদি একজনকেও আমি জীবনের দিশা নির্ধারণ করে দিতে পারি তাহলে মানুষ হিসেবে আর নৃত্যগুরু হিসেবে আমি নিজেকে ধন্য মনে করবো।

 


সুস্মিতা রায়

Kathak dance teacher and choreographer at Chittaranjan Park Bangiya Samaj for the last 10 years. Botany Honours graduate and B.Ed from Calcutta University. Lives in C. R. Park, New Delhi. Loves to travel, read, sing, music editing, painting and cook special dishes. Loves to hang out with friends, watch movies. Loves to drive and obviously teach dance. Crazy about dance costume designing and shopping.

 


 

Author

Du-কলম

Join the Conversation

  1. I must say you are lucky to find your destiny in your passion 😊……one thing is so apparent from your struggle….. that whatever one does at point of time one must do with full commitment…… Being a student’s mother I’ve seen you growing as a teacher and feel happy and proud for you….. I have witnessed your hardwork and perseverance as a dance teacher and am thoroughly impressed and inspired 😊

  2. খুব ভালো..মনের কথা লিখেছিস! তোর অভিজ্ঞতা থেকে যাদের এখোনো সময় আছে নিজের পেশা চয়ন করার তারা হয়তো নতুন করে চিন্তা করতে পারবে!❤

    1. Thanks Di, nijeder lokera to sabai sab jane, tao nijer obhiggota share korlam, jodi ajana kono manush ke jiboner asol sotti ta bojhate pari, sabai to andher mato sroter sangey bheshe jay…..

  3. Bah darun hoyeche lekha ta.congratulations.
    Moner Katha prokhas korer shundar madhom.caliye jao

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!