Views:
825
অরিন্দম আচার্য
আকাশের নীল চুপ করে আছে ঠিক।
বাইরে বইছে মৃদুমন্দ হাওয়া।
সেতারের ধ্বনি ভেসে গেল দশদিক,
প্রথম আলোতে তোমাকেই কাছে পাওয়া।
না হয় আমি অন্য গানের সুরে,
নিবিঢ় বাঁধন আঁকড়ে ধরে চাওয়া।
ভোরের পাখি ডেকে ওঠে বহুদূরে।
হাতের স্পর্শে তোমাকেই কাছে পাওয়া।
যদি আমি অন্য নামে ডাকি!
একই গান শুধু বারবার করে গাই!
তোমার হাতে ফুলের সুবাস রাখি।
শুধু মনে রেখো, তোমাকেই কাছে চাই।
না হয় আমি অন্য ভাষায় বলি,
বারবার করে শুধু কাছে পেতে চাই।
একমুখো পথে কোথায় হারিয়ে চলি
ঠোঁটের স্পর্শে চিহ্নটা রেখে যাই।
রচয়িতা পরিচিতি
প্রকাশিত বই:
- দিগন্তিকা কাব্যগ্রন্থ
- গোধূলিবেলার দিনগুলি
- ধুলোমাখা পথে
- আসল নকলের মাঝে
প্রকাশিত গল্প:
- বস্তুবাদ – দেশ পত্রিকা
- শুভ পরিণয় – দেশ পত্রিকা
- পুণর্মিলন – ঋতবাক
- পোষ্য – ক্যানভাস
প্রকাশিত প্রবন্ধ:
- দ্বিশতবর্ষ পরে বর্তমান ভারতীয় সমাজে কার্ল মার্ক্সের প্রাসঙ্গিকতা – এক্ষণ পুণর্মূদ্রণ- সুবর্ণরেখা পাবলিশার্স 2018
Also read: দু-কলমে অন্যান্য কবিতা