পাকপাড়াতে থাকতো মেয়ে,
নামটি তাহার জলু।
বেঁটেখাটো দেখতে হলেও,
মেয়ে বড় চালু।
চলেন চটি ফট্ফটিয়ে,
থ্যাবড়া নাক তরতরিয়ে,
সব কথাতে আগ বাড়িয়ে,
কথা বলেন হড়বড়িয়ে।
দেখতে শুনতে মন্দ না।
একটুখানি তোতলা যা।
গান গায় তো যখন তখন,
গলা অবশ্য গাধার মতোন।
তাতেই তাঁহার মস্ত ডাঁট।
নিজেকে ভাবেন বড়লাট।
কথায় কথায় কেবল চোপরা।
কাজের বেলায় সবই ফোঁপরা।
এই আমাদের জলু রানী।
মিথ্যে নয়, সে সত্যি কাহিনী।।
কিইইই সুন্দর , কিইই মজার । খুব ভালো লাগলো মিষ্টি সম্পর্কের এই মিষ্টি ছড়া