দীপালিকায় জ্বালাও আলো
শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই তোড়জোড় শুরু হয়, আলোর উৎসবের। আলোর রোশনাইতে মনের কালিমা, দৈন্যতা সব দূরে সরিয়ে সমাজ সংসারের সব অন্ধকার কেটে গিয়ে আলোর স্পর্শে মেতে উঠুক সকলে এমন আশা নিয়েই Du~কলমের এবারের সম্পাদকীয়।
এই মাসটি শেষ হতে আর বাকি পনেরোদিন। এই কয়েকটি দিন ধরে জুড়ে থাকুক দেশের প্রতিটি ঘরে ঘরে পালিত হওয়া আলোর উৎসব দিওয়ালীর নানা গল্প।
আলো আর অন্ধকার মানুষের জীবনের একই অঙ্গে নানা রূপের মতোই। মনের অজান্তে কিছু করে ফেলা ভুল যা হয়তো বলবো, বলবো করেও বলা যায়নি অথবা তেমন কোনো ঘটনা যেখানে আমরা হয়তো না জেনে কাউকে আঘাত দিয়ে ফেলেছি অথচ ক্ষমা চাওয়ার মনের জোর আজও তৈরি করে উঠতে পারিনি – সেসব ঘটনা যা আমরা কোথাও বলে ফেলতে পারলে হয়তো মনের জমে থাকা অপরাধবোধ, দ্বন্দ্ব,হতাশা, আক্ষেপ সব ভুলে যেতে পারি যদি মনে হয় কালির আঁচড়ে সে সব লিখে যেতে পারি কখনো! সেই গহন মনের গভীরে থাকা ঘটনার কথা নিয়েই এবারের Du~কলমের আরো একটি বিষয়।
আসন্ন দীপাবলির শুভেচ্ছা ও শুভকামনা জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকা সকল শুভানুধ্যায়ীদের। আলোর উৎসব দিওয়ালী বা দীপাবলীর সঙ্গে জুড়ে থাকা নানা ঘটনার পাশাপাশি হোক মনের অন্ধকারকে সরিয়ে আলোর উত্তরণের কথা যা আমাদের আগামী পনেরোদিনের Du~কলমের পাতাকে ভরিয়ে তুলুক লেখায়, আঁকায় এমন বাসনা নিয়েই শেষ করলাম এই মাসের সম্পাদকীয়।