Home বিনোদন, প্রবন্ধ ইরফান প্রসংগে..
বিনোদনপ্রবন্ধ

ইরফান প্রসংগে..

কুসুমিকা সাহা


হ্যাঁ, খান বললাম না। কারণ আপনি নবাব ঘরানায় জন্ম নিলেও পদবী ব্যবহার করা ছেড়েছিলেন, কর্মে পরিচিত হতে ভালবাসতেন আপনি..

মৃত্যুর আগে শেষ ছবি নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে জীবনের দেওয়া নেওয়ার হিসেবের ওপর একটু যেন বেশিই জোর দিয়ে হাসছিলেন আপনি.. হয়ত নিজেকেই একবার দেখে নিচ্ছিলেন পেছন ফিরে, হয়েছে কিনা..কতটা হল, কি বাকী রইল..
তবু এই সীমিত পরিধিতে আপনি যেটুকু দিয়ে গেলেন ইরফান , ফিল্ম জগত আপনাকে মনে রাখতে বাধ্য। বয়েসের সাথে পাল্লা দিয়ে ছবির সংখ্যাতেও হাফ সেঞ্চুরি কমপ্লিট করে গেছেন আপনি, ন্যাশনাল ফিল্মফেয়ার আ্যওয়ার্ড সমেত অগুনতি পুরষ্কার ঝুলিস্থ করেছেন অভিনয়ের কি অসম্ভব দক্ষতায়..না, খুব সহজেই আসেনি আপনার সফলতা, রীতিমতো ছিনিয়ে নিতে হয়েছে আপনাকে বহু লড়াইয়ের মাধ্যমে। দর্শক, পরিচালক বা প্রযোজকগণ, সে এ দেশই হোক বা বিদেশ, দিতে বাধ্য হয়েছে আপনাকে মনের আসন। আপনার গভীর চাউনি আর আত্মবিশ্বাসী হাসি আমাদের জিতেছে বারবার।
life in a metro’ র অপ্রতিরোধ্য সরল মন্টিই হোক বা জটিলতর মকবুলের নামভূমিকা, কি অনায়াস দাপট আপনার প্রতিটি চরিত্রে… হিন্দী, উর্দু বা ইংরেজি ভাষার উচ্চারণে কি অসীম অধিকার.. অভিনয়হীন অভিনয় করে আপনি প্রমাণ করেছেন “less is more”। আমরা আপনার হাত ধরে হাসলাম, কাঁদলাম, প্রেমে পড়লাম..
আপনার ছোট্ট জীবন রেখা আমাদের হয়ত আরও অনেক পাওয়া থেকে বঞ্চিত করল, কিন্তু আপনি আপনার জীবনপাত্র পরিপূর্ণ পান করেছেন বলেই আমাদের বিশ্বাস..আর যেটুকু বাকী থাকল?
আপনাকেই মনে মনে আউড়ে নেব না হয়…কোনও সংলাপ, কোনও গান…

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!