Views:
955
কুসুমিকা সাহা
এমন দিনে, এমন ঘনঘোর বরিষায়
মাঝে মধ্যে দু’একটা ছুটি নিয়ে নিই …
আশপাশ থেকে, আলিঙ্গন বা চুমুর সোচ্চার আন্দোলন থেকে, সমস্ত অভিশাপ বা শুভাকাঙ্ক্ষার গর্জন ও বর্ষণ থেকে, এমনকি তোমার থাকা বা না থাকার দোদুল্যমানতা থেকেও …
দিন থেকে রাত বা রাত থেকে দিন হওয়ার আড়ালে এই সময়গুলোয় জীবনপ্রবাহের একেবারে তলা থেকে বুদবুদের মত উঠে আসে যেসব টুকরোটাকরা, জাগতিক সমস্ত সূত্রকে ভুল প্রমাণ করে তারা আলগোছে ভেসে বেড়ায়, একা একা। যেন কেউ কারোর সম্পর্কীয় নয়। ছুটির দিনগুলোতে বৃষ্টির অগ্রাধিকার যেমন, ওদেরও …
ঘুম আর জেগে থাকার মাঝখানের ফাঁকটুকুতে এসব তন্ময়তার বসবাস। চোখের পাতায় এমন লেগে থাকে, যেন দু ফোঁটা ঝরে পড়ার নিয়তিকে অগ্রাহ্য করে চোখের কোলেই থেকে যাবে অনন্তকাল …
লেখিকা পরিচিতি