Home সম্পাদকীয় সম্পাদকীয় নভেম্বর ২০২২
সম্পাদকীয়

সম্পাদকীয় নভেম্বর ২০২২

উৎসবের দিনগুলো আনন্দ আর ব্যস্ততার মাঝে কেমন যেন হঠাৎ করে এসে পড়লো আবার চলেও গেলো। আসছে শীতের মরশুম আর আমাদের নতুন মাসের বিষয় তৈরি হয়েছে সেই শীতের দিনগুলোকে ঘিরেই।

রোমান্টিকতায় মোড়া শীতের শহর আমাদের ভাবুক করে তোলে, তেমনই রাস্তার আনাচে কানাচে আগুনের সামনে গোল হয়ে বসে থাকা মানুষগুলোকে দেখলে মনটা কেমন করে ওঠে! সীমিত ক্ষমতা নাকি কিছু না করতে পারার উদাসীনতা। আমাদের এবারের বিষয় তাই “আনন্দ আর নিরানন্দের শীত”। 

নভেম্বর মাসটির অন্যতম বৈশিষ্ট্য জাতীয় উপন্যাস লেখার মাস হিসেবে নির্দিষ্ট। ১৯৯৯ সালের সানফ্রান্সিসকোতে মূলত তরুণ প্রজন্মের জন্যে তৈরি হওয়া এই উদ্যোগ আজ বিশ্বের সব জায়গায় সাড়া ফেলেছে। ৩১শে অক্টোবর রাত্তির ১২টা থেকে ৩০শে নভেম্বর রাত্তির ১২টা অব্দি চলতে থাকা National Novel Writing Month এর এই উদ্যোগটিকে পাথেয় করে আমরা Du~কলম ও আমাদের ব্লগের সঙ্গে জুড়ে থাকা সকল লেখক লেখিকাদের কাছে অনুরোধ জানাই যদি আপনারা মনে করেন উপন্যাস আকারে কোনো লেখা আছে যা আজও কোথাও দেওয়া হয় ওঠেনি, অথবা লেখা শুরু করে আজ শেষ হয়নি তবে আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা সেই উপন্যাস আমাদের ব্লগে প্রকাশ করবো। আশা করি আপনারা আমাদের আশাভঙ্গ করবেন না।

শীতকাল মানেই প্রদর্শনী আর মেলা। শিশুদিবস উপলক্ষে অর্থাৎ ১৪ই নভেম্বর থেকে ৩০শে নভেম্বর অবধি আমরা নিয়ে আসতে চলেছি অনলাইন চিত্রকলা প্রদর্শনী। যার সম্বন্ধে আরো তথ্য কয়েকদিনের মধ্যেই আপনাদের জানাতে পারবো।

এই বিষয়গুলি ছাড়াও থাকবে নিয়মিত বিভাগ এবং ভিডিও আর লাইভ অনুষ্ঠান।

এই মাসের সম্পাদকীয় শেষ করবার আগে আমাদের সঙ্গে জুড়ে থাকা সকল সদস্য, লেখক শিল্পী ও সৃষ্টিশীল মানুষদের জানাই আন্তরিক ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সহযোগিতা আমাদের ভরসা এবং এগিয়ে চলার প্রেরণা।

 

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!