Home সম্পাদকীয় সম্পাদকীয় ~ জুলাই ২০২১
সম্পাদকীয়

সম্পাদকীয় ~ জুলাই ২০২১

নতুন মাসে নতুন সম্পাদকীয় নিয়ে কিছু লেখার আগে সকলকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ বইটি সম্বন্ধে আপনাদের উচ্ছসিত প্রশংসা আর এখনও অব্দি পাওয়া বিশ্লেষণধর্মী পর্যালোচনার জন্যে। আপনাদের জানাই আমাদের শতকরা আশিভাগ বই বিক্রি হয়ে গেছে চারপাশের এই বিপর্যস্ত অবস্থার মধ্যেও। এর জন্যে আমরা কৃতজ্ঞ আমাদের সকল সদস্য এবং যারা আমাদের এই বইটি কিনেছেন তাদের কাছে।

এবারে আসি এই বৃষ্টিভেজা আষাঢ় মাসের বিষয়ে তবে তার আগে বলুন কখনো এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন কি যখন মনে হয়েছে “ধুর এ আমার মনের ভুল! এমন আবার হয় নাকি!” কিম্বা সেই যে সেবার বেড়াতে গিয়ে ওঠা হোটেলটা, বন্ধুদের থেকে অনেক গল্প শুনে তুড়ি মেরে উড়িয়ে চলে গেছেন অনেক মিলে বেড়াতে। কে জানে কেন ঘুম আসতে অনেক দেরি হচ্ছিল!! অথবা সেই যখন খুব লোডশেডিং হতো অন্ধকারে ছাতে বসে খুব আড্ডা হবে ভেবেও এক একদিন কেমন যেন আড্ডা জমতো না!! তবে কি!!

হ্যাঁ, ঠিকই বুঝেছেন! এবারের বিষয় অলৌকিক, অতিপ্রাকৃত অথবা এমন কোনো ঘটনা যার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা চলে না। এই বিষয় গুলির ওপর গল্প, কবিতা প্রবন্ধ উপন্যাস সব ধরনের লেখাই আসুক আপনাদের কাছ থেকে এমনই আশা করবো। আনন্দের কথা হলো আগের দু মাসের মতোই এই মাসের বিষয়ের অনুরোধ ও আমরা পেয়েছি আমাদের সদস্যা জয়শ্রী বসুর কাছ থেকে।

আমাদের নিয়মিত বিভাগ যেমন যেমন এ মাসের বিষয়ের বাইরেও নানা গল্প, কবিতা বা প্রবন্ধ অথবা নাচ, গান আঁকা – প্রত্যেক মাসের মতোই এ মাসেও একই থাকবে।

শুধু এই মাস থেকে আমরা অডিও বুক আনবার চেষ্টায় আছি You Tube channel-এ। যার ঘোষণা আরো একবার আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। আর তাই আমাদের আশা, আপনাদের কাছ থেকে আরো লেখা পাওয়ার যা নিয়মিত পোস্টের থেকে আলাদা করে, বাছাই করে তৈরি হবে অডিও বুক। এর শব্দসংখ্যা ৫০০ থেকে ৭০০। দুই বা তিনের অধিক চরিত্র না হলেই ভালো হয়।

আমাদের নতুন Whatsapp নম্বর আমাদের ফেসবুকের পেজে আপনারা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন। যেটি আমাদের অফিসিয়াল Whatsapp নম্বর। এখন থেকে আপনাদের সব ধরনের কাজ আমাদের এই নম্বরেই পাঠিয়ে দেবেন। সকলের সুবিধের জন্যে নম্বরটি এখানেও দিয়ে দিলাম। সঙ্গে দিলাম পুরোনো নম্বরটিও।

9205846599

9810528989

আমাদের Mail Id

dukalomblog@gmail.com

আপনাদের সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করলাম আজকের সম্পাদকীয়। আশা করি প্রতিবারের মত এবারের বিষয়ের ওপরেও আমরা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা পাবো।

 

 

 

 

সুদেষ্ণা মিত্র

এডিটর, Du~কলম

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!