Views:
978
নতুন বছর, প্রথম দিন আর আরো একটি নতুন সম্পাদকীয় রইলো আপনাদের সামনে। Du~ কলমের জানুয়ারি মাসের বিষয়টি একটু অন্যরকম।
জানুয়ারি মাস থেকেই বেশ কিছু বছর ধরে শুরু হয় আমাদের দেশের বিভিন্ন শহরে বইমেলা বা literature festival. কিন্তু এবছর সবকিছুই অনিশ্চিত। হয়তো ভার্চুয়াল বইমেলা বা লিটারেচার ফেস্টিভ্যাল হবে; কিন্তু ঘুরে ঘুরে পাতা উল্টে বই কেনার বা একটু চোখ বুলিয়ে নেওয়ার মজা থাকবে না নিঃসন্দেহে।
জানি আমি যে আপনারা বুঝে গেছেন এবারের বিষয়টি!
ঠিক তাই বইয়ের গল্প। লিখে ফেলুন—
আপনার পড়া প্রথম বই পড়া অথবা কেনা
জানিয়ে দিন আপনাদের কেনো ভালো লাগে অমুক বই অথবা কেনোই বা কিনতে গিয়েও এখন আর কেনেন না বই!
কোন বই আজও বারবার পড়েন, কিংবা প্রিয় লেখক লেখিকার বই হাতে পেলে আর কোনো কাজ করতে মন বসে না।
লিখে ফেলুন চটপট আর পাঠিয়ে দিন আমাদের mail id তে।
গতমাসের চিঠি বিষয়টির ওপর এখনও লেখা আসছে আমাদের কাছে তাই সেই বিষয়টি এবারেও থাকলো আমাদের ম্যাগাজিনের অন্যতম বিষয় হয়ে।
আরো একটি সুখবর যা ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন তা হলো এ বছর পয়লা বৈশাখে দু~কলমের বয়স হবে এক বছর। আর তাই আমরা নিয়ে আসতে চলেছি বিশেষ সংখ্যা মুদ্রিত আকারে অর্থাৎ বই হিসেবে আসছে Du~কলম অনলাইন ম্যাগাজিনটি।
Du~কলম আপনাদের সহযোগিতা ,লাইক এবং শেয়ারের হাত ধরে যার আজ সদস্য সংখ্যা ৮০২ আর ব্লগের ভিউয়ারস ৫০,০০০ ছুঁই ছুঁই, তার টিম আরো বড়ো হয়েছে সে খবর গতমাসে জানানো হয়েছে আপনাদের। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বইয়ের খবর বা পর্যালোচনা একটু অন্যভাবে। এসে গেছে আমাদের নতুন নিয়মিত বিভাগ রান্নাবান্না@সুমনা।
ডিসেম্বর থেকেই শুরু হয়েছে আরো দুটি নতুন বিভাগ। ছবি তে উক্তি আর বরণীয় সাহিত্যিকদের বিখ্যাত উক্তি। ছবিতে উক্তি বিষয়টিতে আমাদের সকল সদস্য এবং সদস্যরা উক্তি পাঠাতে পারেন। যেমন পারেন স্মৃতিটুকু থাক এই বিভাগটিতেও।
এছাড়া নিয়মিত বিভাগ যেমন গল্প, কবিতা,প্রবন্ধ, আঁকা, ছোটদের বিভাগ তো আছেই। আর আছে নাচ গান নাটক আবৃত্তির ভিডিও।
লেখা পাঠানোর mail id:
dukalomblog@gmail.com
এছাড়া Whatsapp করতে পারেন এই দুটি নম্বরে।
9810828989
9830879398
২০২১ আপনাদের সকলের ভালো কাটুক পরিবারের সঙ্গে আনন্দে এবং সুস্থতার সঙ্গে। আপনাদের শুভকামনা আর উৎসাহ আমাদের চলার পাথেয়। আপনারা পাশে আছেন এবং থাকবেন এই আশা রেখে শেষ করলাম আজকের সম্পাদকীয়।
~ সুদেষ্ণা মিত্র