আশীষ দাস
আমার কত বন্ধু আছে
ওদের কতশত ভালবাসা আছে আমার লাগি;
ওদের কত স্বপ্ন আছে আমার সাথে জড়িয়ে রাখে।
নতুন কত ভালবাসায় হৃদয় ভরে ডাকে
আমার কত বন্ধু আছে।।
আমার কত দুঃখ আছে
আমার সাথে শেয়ার করে
সুধার মত হৃদয়ের সাথে।
আমার কত বন্ধু আছে।।
নতুন বর্ষে, ওরা কত স্বপ্ন দেখায়;
কত শত শিখায় কল্পনাকে,
আল্পনার আয়নায় প্রতিফলন জড়িয়ে দেয়।
আমার কত বন্ধু আছে ।।
কত রঙের সেতার বাজায় ওরা হৃদয়ে আমার।
আমার কত বন্ধু আছে হৃদয়ের সাথে আত্মার সাথে ।।
সুপ্রভাতে ওরা সবাই ডেকে ওঠে অন্তর সুধার টানে,
ওরা সবাই বন্ধু আমার।।
ওরা অনেক প্রসেস জানে,
নবশিক্ষার প্রসেস জানে।
মোদের কত শিক্ষার প্রসার,
স্রোতের টানে অগ্রসর হয়ে,
সুপ্রভাতের সূর্যোদয়ের রৌদ্রের টানে তেজশ্রী করে।
আমার অনেক বন্ধু আছে।
ওদের অনেক মনের ভাষা আছে ।।
রচনাকাল : ০১/০১/২০২১
আশীষ দাস
মোটরগাড়ি ও সাহিত্যচর্চা – ছোটবেলা থেকেই আশীষ দাসের আকর্ষণ এই সম্পূর্ণ বিপরীতমুখী দুই বিষয়ে। বড় হয়ে পেশাগতভাবে মোটরগাড়ি শিল্পে থাকলেও, সাহিত্যচর্চাও যথারীতি বজায় আছে।
খুব সুন্দর লেখা। আরোও চাই।
Darun
বেশ মন ভালো করা লেখা। এমন লেখার ই প্রয়োজন।