Home সম্পাদকীয় সম্পাদকীয় ~ ডিসেম্বর ২০২০
সম্পাদকীয়

সম্পাদকীয় ~ ডিসেম্বর ২০২০

Du কলমের ডিসেম্বর মাসের সম্পাদকীয় নিয়ে আপনাদের কাছে আবার হাজির হলাম নতুন দুটি বিষয় নিয়ে।

বছর ঘুরতে চললো। প্রতি বছর এই শেষ মাসটা কি ভীষণ ভালোলাগায় ভরে থাকে। এ বছর সবই আলাদা। Picnic, ছোটখাটো বেড়াতে যাওয়া অথবা জমিয়ে Christmas আর New Year’s Eve পালন করা আমরা, আজ যতই মনে সাহস এনে নানা কাজ করে বেড়াই না কেনো আশঙ্কা কিন্তু পিছু ছাড়ে না।

চলুন না, আমরা এবারে ফিরে যাই আমাদের লেখা আঁকা ছবি এসবের মধ্যে দিয়ে পুরনো ফেলে আসা দিনগুলোতে। যতদিন ভালো ভাবে বেড়াতে বা পিকনিক করতে না যেতে পারছি লিখে ফেলি আমরা কিছু পিকনিকের গল্প। আপনারাও চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনার ফেলে আসা দিনগুলোর সাক্ষী আমরাও হই।

দু’দিন আগে আমাদের কাছে হঠাৎই এসে পৌঁছল আমাদের অন্যতম সদস্যা রীনা বসুর অপূর্ব একটি লেখা। বিষয় চিঠি – যা আজ আমাদের জীবন থেকে হারিয়ে গেছে প্রযুক্তির উন্নতিতে। সেই সঙ্গে নিয়ে গেছে বেশ কিছু অনুভূতি। অনিশ্চয়তা, উত্তেজনা অথবা আশা।

বুঝে গেছেন নিশ্চয়! শীতের ছুটির নানা মজার পাশাপাশি এবারের অন্য বিষয় – সেই চিঠি। লিখবেন তো আমাদের কাছে আপনাদের চিঠি লেখার গল্প!! অথবা যে চিঠি আজও দেয়া হলো না পাওয়া হলো না তার কথা!!!

এবারে জানাই একটি সুখবর। আমাদের ব্লগ এখন থেকে সুরক্ষিত।

লিঙ্ক হলো

https://dukalom.com/

যার সদস্য সংখ্যা ৭৪১ আর ব্লগের ভিউয়ারস ৩৯৫৪০। আমাদের টিম আরো বড়ো হয়েছে। এডিটিং, ফিল্ম রিভিউ, বুক রিভিউয়ের ক্ষেত্রে যেমন আমরা পেয়েছি নতুন সাথীদের তেমনি শুরুর দিনগুলো থেকে যারা সঙ্গে আছে তারাও তাদের কাঁধে তুলে নিয়েছে লেখা লেখি ও প্রচারের দায়িত্ব।

বড়দিন সবার জীবনে নিয়ে আসুক আনন্দের মুহূর্ত। Santa Claus এর গিফট হয়ে vaccine আসুক সারা বিশ্বে। Cake এর গন্ধে আর Christmas Carol এ মাতোয়ারা হয়ে উঠুক চারিদিক।

আপনাদের উৎসাহ আর শুভকামনায় আমরা এগিয়ে যাই নতুন উদ্যমে সেই আশা নিয়ে শেষ করলাম আজকের সম্পাদকীয়।

 

 

সুদেষ্ণা মিত্র

এডিটর, Du~কলম

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!