চারপাশের এই অস্থির পরিবেশের মধ্যেও আমাদের Du~কলম এগিয়ে চলেছে শুধু আপনাদের শুভকামনায়। আপনাদের অপূর্ব আঁকা, লেখা গান,নাচ, কবিতা সমৃদ্ধ করেছে এই ব্লগজিনকে। অনেক নতুন বন্ধু প্রায় রোজ ই আমাদের সঙ্গে জুড়ছেন নিজেদের। প্রথম থেকে যারা রয়েছেন তারা এবং নতুন বন্ধুদের প্রতি আমরা কৃতজ্ঞ।
এবারের সম্পাদকীয় দুটি বিষয় নিয়ে।
প্রথমত: ২৪ শে অগস্ট কলকাতার জন্মদিন। ২০০৩ সালে জানা গেল যে, কলকাতার জন্মদিন বলে কিছু নেই। কোর্টের এই রায় তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার মেনে নেন।
কিন্তু জন্মদিন থাকুক আর না থাকুক, কলকাতা আছে কলকাতাতেই। আমাদের এ মাসের ব্লগজিনটি তাই কলকাতার গল্প।
সেই গল্প হতে পারে আপনাদের পাড়ার কথা, অথবা চেনাজানা কোনো বাড়ির কথা। সহজলভ্য কিছু জিনিসের হদিশ যদি থাকে তেমন দূলর্ভ কিছুর সন্ধান ও আমাদের জ্ঞান বাড়াবে। চেনা বা অচেনা কলকাতার সব বিষয়ের কথা এবারের Du~কলমের বিষয়বস্তু।
আর দুমাস পরেই দূর্গাপুজো। প্রতিবছর এই সময়টা আমাদের জীবনটাকে একদম অন্যরকম আনন্দে ভরিয়ে রাখে। কিন্তু এ বছর সব কিছুই টালমাটাল। তবুও আশায় বাঁচি আমরা। আর সেই আশাতেই Du~কলম অক্টোবর মাসে পুজো সংখ্যার PDF নিয়ে আসতে চলেছে।
ম্যাগাজিনের সমস্ত বিভাগ সেখানে থাকবে। তার সঙ্গে পুজো সংখ্যায় আমরা আর একটি নতুন বিভাগ নিয়ে আসবো, তা হলো ‘অনুগল্প’। সমস্ত বিষয়ের ওপর আমরা লেখা পাবো আপনাদের কাছ থেকে, এমনই ভরসা রাখি আমরা।
পুজোর জন্যে পাঠানো লেখা 5th September এর মধ্যে পাঠালে আমাদের টেকনিক্যাল টীমের পক্ষে কাজ করবার সুবিধে হয়।
আপনারা পাশে আছেন এবং পাশে থাকবেন সেটাও আশা রাখি। সবাই সুস্থ থাকুন এখনের এই অসুস্থ পরিবেশের মধ্যে ও এই কামনাই করি।
সুদেষ্ণা মিত্র
এডিটর, দু~কলম