Home সম্পাদকীয় সম্পাদকীয় ~ এপ্রিল ২০২১
সম্পাদকীয়

সম্পাদকীয় ~ এপ্রিল ২০২১

নতুন মাস। নতুন সম্পাদকীয়। এ মাসের প্রথম দিনে সম্পাদকীয় লিখতে বসে একটা চাপা উত্তেজনা অনুভব করছি। কারণটা আর কিছুই নয়। টীম দু কলমের বহু প্রতীক্ষিত ছাপার অক্ষরে বেরোনো ম্যাগাজিন টি প্রিন্ট হতে চলে গেছে। দু’একদিনের মধ্যে আমরা আপনাদের জানিয়ে দেবো যে বইটি আমরা কোনদিন প্রকাশ করছি এবং সেই সংক্রান্ত আরো প্রয়োজনীয় তথ্য।

২০২০ সালটি সারা বিশ্বের কোনো মানুষই ভুলতে পারবে না। অতিমারীর আতঙ্ক আর অসহায়তার কারণে। তবু চারপাশের অনিশ্চয়তার মধ্যেও Du~কলমের পথ চলা শুরু হয়েছিল গতবছর পয়লা বৈশাখে মাত্র ৭০ জন Followers আর ৫০০ ব্লগ ভিউয়ার্স নিয়ে।

আপনাদের সহযোগিতা ও সাহায্যের হাত ধরে আজ দু কলম এগিয়ে চলছে এক বছর পূর্ণ করবার লক্ষ্যে। সদস্য সংখ্যা ৯৭৬ জন। আর ব্লগ ভিউয়ার ৫২০০০ ছাড়িয়েছে। একটি নবাগত অনলাইন পত্রিকা কে একবছর পূর্ণ হওয়ার আগে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে আমরা আপনাদের কাছে চির কৃতজ্ঞ।

এই আনন্দ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আর তাই এবারের বিষয় – হাসিরাশি

নিশ্চয় অনুমান করেছেন সকলে। হ্যাঁ ঠিকই ধরেছেন। এবারের বিষয় আপনাদের জীবনে ঘটে যাওয়া নানা মজার ঘটনা, আনন্দের মুহূর্ত, হাসির গান কবিতা, রম্য রচনা ইত্যাদি। এছাড়া গল্প, ভিডিও, আঁকা সব কিছুর মধ্যেই হালকা হাসির ছোঁয়া থাকলে চারপাশের আবার মাথা চারা দেওয়া ইনফেকশনের অস্বস্তিকর পরিবেশ কিছুটা কাটিয়ে ওঠা যায়। তাই লিখে ফেলুন আর আমাদের পাঠিয়ে দিন dukalomblog@gmail.com এই মেইল আই ডি-তে। অথবা Whatsapp করুন এই নম্বরে।

9810528989
9830879398
8013433174

বসন্ত এখনও তার দখিন হাওয়ায় আমাদের ঘিরে রেখেছে। তাই বসন্ত আপনাদের লেখায় মধ্যে দিয়ে Du~কলমে রয়ে যাক নাহয় আরো কয়েকদিন। তাই হাসিরাশির সঙ্গে বসন্ত সংক্রান্ত লেখার অপেক্ষায় থাকলাম আমরা।

সম্পাদকীয় শেষ করবার আগে আরো একবার আপনাদের ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের পথ চলায় পাশে থাকার জন্যে, আশা রাখতে পারি ভবিষ্যতেও এমন সহযোগিতা, লাইক ও শেয়ারের সাহায্য Du~কলম সবসময় পাবে।

 

 

 

 

সুদেষ্ণা মিত্র

এডিটর, Du~কলম

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!