Home কবিতা, রকমারি দশ লাইন দৈনন্দিন
কবিতারকমারি

দশ লাইন দৈনন্দিন

কুসুমিকা সাহা

জীবন – আলোর অভিমুখে স্মৃতির অনন্ত যাত্রা …

#

স্মৃতি – আজীবন ভেজায় যে বৃষ্টি …

#

বৃষ্টি – যে ভালবাসায় কাজল ধুয়ে যায় …

#

কাজল – জ্বরের চোখ, চোখের জ্বর …

#

জ্বর – তুমি ছুঁয়ে দেখবে বলে উত্তপ্ত অসুখ …

#

উত্তাপ – কপালে যে চিহ্ন রেখে ফিরে যায় প্রেম …

#

প্রেম – ঘুমের ঘোরে পাশ ফেরার গান …

#

গান – ভাবের ঘরে সুরেলা হানা দেওয়া চিঠি …

#

চিঠি – এক ঠিকানার দিন রাত অন্য ঠিকানায় পৌঁছে দেয় যে পিয়ন …

#

দিনরাত – জীবন-স্মৃতি-বৃষ্টি-কাজল-জ্বর-উত্তাপ-প্রেম-গান-চিঠি …

লেখিকা পরিচিতি

 

 

 

কুসুমিকা সাহা

সারাদিন কাটে সংসারের নানা কাজে।
লেখা আর গান তার ভালোবাসা।
সিনেমা দেখা এবং তার পর্যালোচনা করা তার অন্যতম শখ।

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!