Home প্রবন্ধ, সাহিত্য ও সংস্কৃতি পৃথিবীর প্রথম সাহিত্য কি? – বই নিয়ে ১০-টা মজার কথা জানুন
সাহিত্য ও সংস্কৃতিপ্রবন্ধ

পৃথিবীর প্রথম সাহিত্য কি? – বই নিয়ে ১০-টা মজার কথা জানুন


Du~কলম


আমরা সবাই বইয়ের প্রতি এক আশ্চর্য্য রকমের ভালবাসার টানে জড়িয়ে আছি। মন খারাপ হলে সঙ্গে সঙ্গে কোথাও ঘুরে বেড়ানোর ইচ্ছে হলে কাকাবাবু বা কোন অ্যাডভেঞ্চারের বই ধরে নি আর চলে যাই কখনও মিশর তো কখনও সবুজদ্বীপ। প্রেমে ব্যর্থ হলেও বইয়ের মধ্যেই পেয়ে যাই নিজের দেবদাস বা পার্বতী কে। কিন্তু এই চিরকালের বন্ধুর ব্যাপারে আমরা কত টুকুই বা জানি? আমাদের প্রিয় বইয়ের ইতিহাস থেকে কিছু ছোট তথ্য আজ পেশ করা যাক –

 

১। পৃথিবীর প্রথম সাহিত্য

মানবজাতির সবচেয়ে প্রাচীনতম রচনা যা পাওয়া গেছে সেটা হলো মেসোপতামিয়ার ‘দা এপিক অফ গিলগামেশ’। এই কবিতাটি ১৬টা  পাথরের ফলকে লেখা হয়েছিল। 

 

২। প্রথম উপন্যাস 

প্রথম উপন্যাস বলা হয়ে ‘দা টেল অফ গেনজি’ বলে জাপানের একটা বিখ্যাত গল্পকে। লেখিকা মুরাসাকি শিকিবু, ১১ শতাব্দী এই উপন্যাস লেখেন। জাপানের সংস্কৃতি মেনেই ওরিজিনাল বইতে কোন চরিত্রের নাম দেওয়া হয়েনি – ওদের খেতাব দিয়েই উল্লেখ করা হয়ে।

 

৩। প্রথম পাবলিশ করা বই

এই তথ্যটা বই প্রেমীদের জানা উচিত! প্রথম প্রিন্টিং প্রেস শুরু করেছিলেন গুটেনবার্গ। ১৪৫৩ তিনি প্রথম বার করেন গুটেনবার্গ বাইবেল। বলা বাহুল্য, গুটেনবার্গ বাইবেল ও গুটেনবার্গের প্রেস একটা নতুন যুগ নিয়ে আসে দুনিয়াতে।

 

৪। সবচেয়ে বড় বই

সবচেয়ে বড় বই হোল থেরাভাদা বুদ্ধিসাম। এখন এই বইটা পাওয়া যায় কুঠোডঃ পাগদা তে মায়ানমার-এ। এই বইটা ৭৩০ মার্বেল ফলক এ তৈরি। রাজা মিনডন মীন এই বই তৈরির আদেশ দেন। 

 

৫। সবচেয়ে বড় কাগজের বই

 থেরাভাদা বুদ্ধিসামটা পাথরের হলেও, কাগজের ও সবচেয়ে বড় বই আছে। ২০১২ তে এই বই উদ্ধোধন করা হয়ে দুবাইতে। নাম – ‘দিস দা প্রফেত মহামাদ’। বইটা ৫ মিটার চত্তড়ায়, ৮.০৬ মিটার লম্বায়।

 

৬। সবচেয়ে লম্বা উপন্যাস

সবচেয়ে লম্বা উপন্যাস লেখার খেতাব যায় ফরাসী লেখক, মার্সেল প্রউকে। তাঁর লেখা ‘আ লা রিসাসর দু তঁ পারদু’ বা ‘ইন সার্চ অফ লস্ট টাইম’ ৪২১৫ পাতার বই এবং ১২৬৭০৬৯ শব্দে ভরা!

 

৭। সবচেয়ে দামি বই

সবচেয়ে দামি বই হোল ‘বে সাম বুক’। এই বইটা ১৬৪০ সালে পাবলিশ হয় ক্যামব্রিজে, ম্যাসাচুসেটস। এটা আমেরিকাতে প্রথম কিছু পাবলিশ হওয়া বইয়ের মধ্যে একটা। নিউ ইয়র্কের একটা নিলামে এই বইটা ১৪,১৬৫,০০০ ডলারে বেচা হয়।

 

৮। সবচেয়ে বেশি সেল হওয়া বই

এই তথ্যটা আশ্চর্য করার মতো নয়। সবচেয়ে বেশি সেল হওয়া বই ‘বাইবেল’। বলা হয়ে ৫০ বছরে ৩.৯ বিলিয়ন বাইবেল কেনা হয়েছে।

 

৯। সবচেয়ে বড় লাইব্রেরী 

বইপোকা যারা, তাদের সবচেয়ে বড় দুঃখ হয়তো এটাই যে দুনিয়ার সবচেয়ে বড় লাইব্রেরীর আজ শুধু ধ্বংসস্তূপই চোখে পরে। ইজিপ্টে আলেক্সাদ্রিয়ার লাইব্রেরীতে মোটামুটি ৪০০,০০০ টা স্ক্রল ছিল। আলেক্সাদ্রিয়ার বন্দরে যা বই আসতো, সবই আলেক্সাদ্রিয়ার লাইব্রেরীতে পাঠানো হতো। সব কিছু নিয়েই এই বিখ্যাত গ্রন্থাগার আগুনে ছার-খার হয়ে গেল।

 

১০। প্রিয় হ্যারি পটার বান?

অবাক হলেও, এটা সত্য। এই শতাব্দীর সবচেয়ে বেশি বান হওয়া বই হ্যারি পটার। এই বইতে জাদু-তনা ও ডাইনি-বিদ্যা দেখানোর জন্যে অনেক ধার্মিক সংস্থারা সেটার প্রতিবাদ জানায়।

আমদের প্রিয় বন্ধু বইয়ের ব্যাপারে অজানা কিছু কথা জানা আর সেটা নিয়ে কথা বলতে ভালই লাগে। আপনিও যদি এখান থেকে নতুন কিছু সিখলেন, তাহলে এই আর্টিকেলটাকে শেয়ার করুন আর বন্ধুদেরকে পড়তে বলুন!

 

https://blog.anypromo.com/36-fun-facts-books/

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!