সূর্যটা চুরি গেছে
খুঁজছি তোমার কাছে এসে
দিনের অন্ধকারে
অভিযোগগুলো একপেশে
আকাশের কাটাকুটি
খোলা জানলায় এসে জমে
ভাল থাকি ভুলে থেকে
আজ আমি যে কোনরকমে
তোমার ওই চাঁদটাকে
ধরে রেখো আকাশের গায়ে
জীবন হারিয়ে যাবে
ওটাও হারিয়ে যদি যায়
তুমি প্রকাশিত হবে
চাঁদের আলোর গৌরবে
আমি তো লুকিয়ে রাখি
নিজেকে নিজের অনুভবে