Home কবিতা, রকমারি ছোট্ট কথা
কবিতারকমারি

ছোট্ট কথা

রুমঝুম চ্যাটার্জী

আশিন মাসে
উমা আসেন,
প্রতিবছর
বাপের বাড়ি।
এবার কিন্তু
জানতেন মা,
আসতে হবে
খানিক দেরি। 
কার্তিকে তাই আসছেন মা
সঙ্গে নিয়ে 
অনেক ব্যথা, 
মাকেও আমার 
বলার আছে 
অনেক কিছুই 
জমা কথা। 
বুক বেঁধেছে 
সবাই এখন 
মনে আছে
অনেক আশা, 
কাটল এবার 
সব খারাপ 
যদিও মুখে
নেই ভাষা। 
মনের পুজো 
গ্রহণ কর
সবার থেকে 
মা তুমি, 
শ্রদ্ধা প্রণাম 
ভালোবাসা 
এইটুকুই
জানালাম আমি।

 

মা দুর্গার ছবি আঁকা ও কবিতা রুমঝুম চ্যাটার্জী

লেখিকা পরিচিতি

 

 

 

 

রুমঝুম চ্যাটার্জী

আমি রুমঝুম চ্যাটার্জী। সবাইকে ভালোবাসা ও প্রণাম জানাই। এক কথায় আমার সব কিছুই ভালো লাগে। ভালো লাগে আঁকতে ও কবিতা লিখতে, গানটাও গাইতে, শ্রুতিনাট্য করতে, নব নব রাঁধতে, আড্ডা মারতে, গাছ নিয়ে মাততে, বই পড়তে, আনন্দে রাখতে, সবার ভালো দেখতে, আত্মনে থাকতে।

Author

Du-কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!