Views:
712
রুমঝুম চ্যাটার্জী
আশিন মাসে
উমা আসেন,
প্রতিবছর
বাপের বাড়ি।
এবার কিন্তু
জানতেন মা,
আসতে হবে
খানিক দেরি।
কার্তিকে তাই আসছেন মা
সঙ্গে নিয়ে
অনেক ব্যথা,
মাকেও আমার
বলার আছে
অনেক কিছুই
জমা কথা।
বুক বেঁধেছে
সবাই এখন
মনে আছে
অনেক আশা,
কাটল এবার
সব খারাপ
যদিও মুখে
নেই ভাষা।
মনের পুজো
গ্রহণ কর
সবার থেকে
মা তুমি,
শ্রদ্ধা প্রণাম
ভালোবাসা
এইটুকুই
জানালাম আমি।
মা দুর্গার ছবি আঁকা ও কবিতা রুমঝুম চ্যাটার্জী
লেখিকা পরিচিতি