Home কবিতা ভালো থেকো প্রেম। কবিতা ভালো থেকো প্রেম। By Du-কলম Posted in কবিতা Posted on April 24, 2020 Views: 1,034 দেবাঞ্জলি https://www.dukalom.com/wp-content/uploads/2020/04/AUD-20200423-WA0002.mp3 তোমার সাথে সূর্য স্নানতোমার সাথে চাঁদনি রাততোমার সাথে ভৈরবী আরতোমার সাথে অস্তরাগ। শব্দমালার বিপ্লব যততোমার মাঝে হারিয়ে যায়; স্বপ্ন কল্প রাগ অনুরাগচিতার ভস্মে প্রান ফিরে পায়। তোমার সাথে কোমল গান্ধারতোমার সাথে সুরের ভেলা;তোমার সাথে ডুব সাঁতার আরতোমার সাথে পাহাড়চূড়া। আবেগঘন মুহূর্তেরা আজথমকে দাঁড়ায় তরজা ঘরে;তোমার প্রেম বিদ্রোহী আজআমার প্রেম মুক্তি খোঁজে। DebanjaliFaculty Head, Economics, Resource person UN Programmes for students Previous Post Next Post
বাহ খুব সুন্দর