Views:
1,118
রচয়িতা: জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়
আমি জানি
কতদূর হেঁটে যাওয়া যায়
সেও জানে
আমি জানি
কতদূর গেলে পাওয়া যায়
সেও জানে
তবু একা, দুজনেই, একা একা সাগরের তীরে
পদচিহ্ন এঁকে যায় বালির ওপর
সাগরের জল যাকে মুছে দেবে অনিবার্য ভাবে
বলো … আর কত দূরে যাবে
সে কি জানে … আরো কত দূরে
আছে ঘর?
ঘরে খুঁজে পাওয়াটা সত্যি খুব দুস্কর ! খোঁজে তো সবাই পায় কয়জনা !