অভিরূপ সেন
ফুঁসছে সাগর, ঘুরছে বারি
ধ্বংসলীলার শমন জারি।
পোষাকি নামে সর্বনেশে,
উম্পুন এলো বঙ্গদেশে।
উড়ছে দেখো, ভাঙছে শত,
তাসের বাড়ি, মাটির যত।
প্রলয় নাচন যুদ্ধশেষে,
শান্ত-শবের সন্নিবেশে;
চোখের জলে সান্তনারা,
বিপন্নতায় সর্বহারা॥
লড়াই ছিল, আজও আছে;
ভুখা-সুখা পেটের মাঝে,
করোনারই মারণ ছলে,
রুজিরুটি অস্তাচলে॥
সর্বনাশার মাথায় পা,
শেষ কফিনে পেরেক ঘা।
শান্তিনীড়ের ছাদটুকু,
কাড়ল ঝড়ে সবটুকু॥
তবুও জানি, জিতবো বেশ,
জীবনপথে যুদ্ধক্লেশ।
গড়বো মোরা, ভাঙবো মোরা,
নেমেসিসের ভাগ্যাদেশ॥
মোর নামটি অভিরূপ,
স্বভাবে নিশ্চুপ,
পেলে মনের মত সই;
মুখে ফোটে আমার খই…..
বাংলা প্রাণের ভাষা,
মেটায় মনের সকল আশা।
গাই রবিদাদুর গান,
জুড়ায় সকল মন-প্রাণ॥
It’s amazing. Selection of words are excellent. Poem should be like this. Expect more poems. Thanks.
ভালো লাগল বেশ।