সুদেষ্ণা মিত্র
এডিটর, দু~কলম
আরো একটা নতুন মাস। আশা ছিল চারপাশের নিরাশাকে দূরে সরিয়ে আমরা আবার আশার আলো দেখবো। কিন্তু লকডাউন উঠে যাবার আগেই দেখা গেল ইনফেকশন একধাপে অনেকটা বেড়ে গেছে, তাই আবার অনিশ্চয়তা। মন আশাবাদী। আলো সে খুঁজেই নেয় সব অনিশ্চয়তার মধ্যে।
Du~কলমের আলো আপনারা — তার সদস্য/সদস্যরা। ১৪ই এপ্রিল, ২০২০ থেকে যার যাত্রা শুরু, মাত্র দেড় মাসের মধ্যে আজ তার Blog Visit 10000 এর ওপরে, Facebook Followers 275 ছুঁই ছুঁই। এই অসম্ভব সম্ভব আপনাদের জন্য। লেখা, গান, আঁকা, কবিতা, নাচ সব ধরনের কাজে আপনাদের সহযোগিতা ও উৎসাহ আমাদের দিনের পর দিন উৎসাহিত করে তুলছে নতুন নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে।
গতমাসে সত্যজিৎ রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী এবং ঋতুপর্ণ ঘোষের মৃত্যুদিন পালন করতে গিয়ে আমরা এতটাই সাড়া পেয়েছি, আমরা অভিভূত। এই বিষয়ক বেশ কিছু গান ও লেখা আমাদের কাছে আছে যা আমরা এ মাসেও পোস্ট করবো। এই অভূতপূর্ব সাড়ায় আমরা উৎসাহিত। আমরা ঠিক করেছি যে মাসগুলিতে বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকা ব্যাক্তিত্বদের বিশেষ কোনো দিন আমরা পাবো, সেই মাসে সেই বিষয়ের ওপর সবধরনের কাজ গ্ৰহণ করবো। লেখা থেকে নাচ সবধরনের ক্রিয়েটিভ কাজ তার মধ্যে থাকতে পারে।
প্রসঙ্গত উল্লেখ করি এই মাসে সঙ্গীত পরিচালক ও শিল্পী হেমন্ত মূখোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী, ও সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিন। আপনাদের সহযোগিতা আশা করবো।
আমরা আমাদের Du~কলমের বিভিন্ন লেখাকে সোশ্যাল মিডিয়ার আরো ব্লগ বা গ্ৰূপে ছড়িয়ে দিতে চাই। সাড়া ও পেয়েছি। তাঁরা রাজি হয়েছেন আমাদের কাজ তাঁঁরা নেবেন এবং আমরাও আপনাদের তাদের নানা ধরণের লেখা পড়াতে পারবো। আপনারা পাশে থাকলে আমরা সবাই মিলে সব বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যাবো। এই আশা রাখি।
কিছু নিয়মাবলী (যদি সম্ভব হয়) :-
১। হেমন্ত মুখোপাধ্যায় ও বুদ্ধদেব গুহ সংক্রান্ত লেখা বা গান বা অন্য যা কিছু আমাদের কাছে এই মাসের ১২ তারিখের মধ্যে চলে এলে পোস্ট করতে সুবিধা হয়।
২। এছাড়া অন্য নিয়মিত বিষয় যেমন গল্প প্রবন্ধের ক্ষেত্রে আমরা সব বিষয়ের পাশাপাশি হাসির গল্প আর ভ্রমণ কাহিনীর ওপর এ মাসে বেশী লেখা আশা করছি।
৩। ভিডিও-র ক্ষেত্রে High Definition হলে ভালো হয়।
আপনাদের সহযোগিতার দিকে তাকিয়ে আমরা টীম Du~কলম।