সুদেষ্ণা মিত্র
“আঙিনায় উৎসব”- মাস পেরোলেই। বাঙালির সেরা উৎসব – দুর্গাপুজো। তাই নিয়েই প্রতিবারের মতো এবারও আমাদের ফেসবুকের পাতায় পুজো স্পেশাল। যার জন্যে আমরা বেছে নিয়েছি দুটি বিষয়।
বিষয় ১
এই মাসে Du কলমের ফেসবুক পাতায় প্রথম বিষয়টি নিয়ে
লেখা আসুক একটু অন্যরকম চিন্তাভাবনার ফসল হয়ে। হাজার না পাওয়ার মাঝেও কেমন ভাবে খুঁজে পাওয়া যায় একরাশ আনন্দের উচ্ছাস- আনন্দময়ীর আগমনে না পাওয়ার দুঃখ কেমন ভাবে ভরে উঠতে পারে সব পেয়েছির সুখে। অনুরোধ রইলো সকলের কাছে এমন লেখা পাঠানোর যা হয়তো অনুপ্রেরণা হয়ে উঠবে উৎসবের আলোয় ম্লান হয়ে থাকা সেই চেনা জানা আশেপাশের মানুষগুলোর জীবন।
বিষয় ২
আঙিনায় উৎসবের অন্য বিষয়টিতে থাকবে আসন্ন পুজোর প্রেক্ষাপটে নানা আয়োজনের কথা। হতে পারে তা ভ্রমণ, অথবা ফ্যাশন নাহলে পুজাবার্ষিকি বা ধরুন পুজোর গান, কিংবা নাটক বা সিনেমা আর পুজোর রান্না। আমাদের সকল লেখক লেখিকা কবি প্রাবন্ধিক শিল্পীদের অনুরোধ, আঙিনায় উৎসব হয়ে উঠুক জমজমাট আপনাদের সহযোগিতায়- নানা ধরনের লেখায়, নাচ গান আঁকা আর বিভিন্ন পুজো সংক্রান্ত বিভিন্ন তথ্য সমৃদ্ধ প্রবন্ধে।
এই দুই বিষয় নিয়ে লেখা পাঠানোর শেষ তারিখ ৩০ শে সেপ্টেম্বর।
লেখা পাঠানোর অনুরোধ রইলো মেল আইডি তে
dukalomblog@gmail.com
এবং আমাদের Whatsapp নম্বরে
9205846599
সাড়ে আট হাজার ফলোয়ার্স সংখ্যা আমাদের প্রেরণা দেয় এগিয়ে চলার তেমনই উত্সাহিত হয়ে উঠবে আমাদের লেখক লেখিকারা, শিল্পী ও ছোটো ছোটো ছেলেমেয়েরা আপনাদের সকলের লাইক আর শেয়ারের মধ্যে দিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আনন্দে থাকুন এই শুভকামনা জানিয়ে শেষ করলাম এই মাসের সম্পাদকীয়।