অসীম মণ্ডল
তুমি কথা বললে ভেতরে একটা ফেলে আসা নদী কলকল করে পাঠশালার ঘুড়ি ওড়ানো আকাশ আর ঝকঝকে রোদে শরতের কাশ ফুলের মুক্তি মনে পড়ে আঁচলের খুঁটে বাঁধা আধ খাওয়া লজেন্স মনে হয় মাতলার চরে দুজনে আনমনে দুজনে না চেনা অচেনা মানুষের ঠোঁটে ঘাসের নোনা স্বাদ লেগে থাকে যাবে একদিন নদীর কাছে গভীর খাতে নিজের কাছে দুজনে দুজনের জীর্ণ কথা নদীকে শোনাবো পড়ন্ত বিকেলের রোদ পায়ের খোঁদলে একাকার অনেকদিন কাদা মাখিনি প্রাণভরে কাদা মাখবো দুজনে চাঁদের প্রথম আলো ছোঁবে তোমার চিবুক টোল পড়া গালে অলম্বুষ চেয়ে রবে মুগ্ধ দুনয়নে বৈঠা বেয়ে চলে যায় সারিগান ওঠে পাটাতনে আমাদের সব কথা ফুরায় জোছনায় ছলাৎ নদীর জলে