অনন্ত কৃষ্ণ দে
আজ ঝড় এলো, চেয়ে চেয়ে দেখি আমি
সারা শহর দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অংশ হয়
দূরে বাড়িগুলো সব দু-হাত তুলে হাওয়া খায়,
গাছপালারা যেমন ছিল একলা, অলস –
দুলতে দুলতে ঝড়ো হাওয়ার সাথে যুজতে থাকে
কোমর বেঁধে লড়াই করে, বিপক্ষের সাথে
লড়াই প্রত্যক্ষ করেও সঙ্গী হতে পারি কই?
চেয়ে চেয়ে দেখি শুধু, অংশ নিতে পারি না।
তারই মাঝে ব্যাঙ্গাচির মতো মাজপুকুরে বারি পরে
বারিবিন্দু ক্রমশ তরঙ্গায়িত হয়, পুকুরে হিন্দোল উঠে
ঝড়ো হাওয়া আর বৃষ্টির মেলবন্ধন ঘটতে থাকে
এবার আমি গাছেদের সাথে নিজেকে বৃষ্টিস্নাত করি।