Home কবিতা, রকমারি অপ্রত্যাশিত নিবিড়তা কবিতারকমারি অপ্রত্যাশিত নিবিড়তা By Du-কলম Posted in কবিতা, রকমারি Posted on October 19, 2021 Views: 681 সীমান্ত কুমার রায় অতি-সংগোপনে সেদিনের ঘটনাটি আজও মনে হয়স্মৃতিগুলো যে আষ্টে-পিষ্টে জড়িয়ে আছেআমার প্রাত্যহিক চাওয়া পাওয়া গুলির সাথে।তীক্ষ্ণ সেই চাওয়া আমার চাঞ্চল্যতায়, প্রতিরাতে হয় মাতোয়ারা।দু বাহুর মাঝখানে সন্তুষ্টির নিষ্ফল প্রচেষ্টা। চোখদুটো বন্ধ হয়ে আসে আবেশে, চার দেয়ালের মাঝে,শরীরের সঙ্গে শরীরী হিল্লোলে।গত হয়ে যাওয়া নিশীথের সেই লীলারসঙ্গী হয়েছি আমিও, নিঃশব্দে।ঘন ঘন শ্বাস-প্রশ্বাস, ঘড়ির কাঁটার টিক টিক শব্দ পৌঁছে গিয়েছিলাম নিবিড় অরণ্যে।নিঃশ্বাসে বন্য ব্যস্ততা, তৃষ্ণা-বিতৃষ্ণা কিছুই মনে আসে না।তোয়াক্কাহীন ভাবে জেগেছিলোএক মৃতপ্রায় আগ্নেয়গিরি,স্ব-শব্দে প্রকট।পরাভূত আমি। আকাশে এক টুকরো কালো মেঘ! Previous Post Next Post