✍️ সুভাষচন্দ্র ঘোষ
তাং 08/03/2022
নারী তুমি অর্দ্ধেক আকাশ
প্রিয়া অর্দ্ধাঙ্গিনী,
শতরূপা তুমি কখনো কন্যা
জায়া বা জননী।
তোমার মধুর কর-পরশে
সংসার হয় সুখের,
পরিবারের সবাই প্রত্যাশী
তব হাসি মুখের।
নারী, তুমি মহামায়া শক্তি
নারী তুমি শান্তি,
সমাজে নারী ছোট হেয়
এতো বড় ভ্রান্তি।
বন্ধ হোক মানবতার অপমান
নারীর যত লাঞ্ছনা,
সভ্য সমাজে সাম্যের অধিকার
কেন নারী- বঞ্চনা?
**
#কলকাতা
08/03/2022