Home বিবিধ, গল্প কী বিভ্রাট!
বিবিধগল্প

কী বিভ্রাট!

পার্থ মজুমদার


আমরা যে এলাকায় থাকি সেখানে গুজরাটি,মারোয়ারী, পাঞ্জাবী, মাদ্রাসী ইত্যাদি সকল ধরনের লোক থাকে। আমরা সকলে মিলেমিশে থাকি।আমাদের এলাকার কিছু দুরে একটা বস্তি আছে।বস্তিটি আমাদের সকলের বিশেষ প্রয়োজনীয় অংশ। কারণ প্রতিটি বাড়ির বাসনমাজা, কাপড় কাচা, ঘর ঝাঁট দেওয়া, মোছা, এমন কি রান্নার লোক ও ঐ বস্তিবাসীরদের স্ত্রী বা মেয়েরা করে থাকে। কাজেই নিরক্ষর/টিপছাপ দেওয়ার মত লোকের ও অভাব নেই। সুগার ফ্রী বিস্কুট কিনে দাঁড়িয়ে থাকা লোককেও আমি দেখেছি দোকানীর কাছ থেকে ফ্রীতে চিনি পাওয়ার জন্য। এই কারণে আমার ধারনা কিছু কিছু শিক্ষিত লোকের মধ্যে ও এই নিরক্ষর মানুষদের অপসংস্কৃতির বীজ নিজেদের অজান্তেই ঢুকে পড়েছে। কিছুদিন আগে পাড়ায় ঘটে যাওয়া এক ঘটনা এই কারণেই ঘটে থাকে আর তার উদাহরণ দিতে এত কথা লেখা।
আমাদের পাশের বাড়ির বিভুবাবু বড়ই নিপাট ভালো মানুষ
কোনো চটাচটি করা,চিৎকার করা তাঁর রক্তে নেই। বর্তমান আমাদের চারপাশের পরিস্থিতিতে সকলের মতো বিভু বাবুও বিশেষ চিন্তিত। আমাকে প্রায়ই বলেন কি যে হবে মশাই? বৌ ছেলে নিয়ে চিন্তা। আমার নিজেকে নিয়ে ও চিন্তা। আমার আবার সর্দ্দির ধাত,কি যে করি ইত্যাদি, ইত্যাদি।
দিন দুয়েক বাদে পাশের বাড়ি থেকে বিভু বাবুর চিৎকার চেঁচামেচি শুরু হল বেলা দুটো নাগাদ।দুর্ভাগ্যবশতঃ সেই চেঁচামেচি উত্তরোত্তর বাড়তে লাগলো এবং থালা বাসন ছোঁড়াছুড়ি ও শুরু হল। এইভাবে দিন দুয়েক চলার পর আমরা মানে আমাদের বাড়ির সকলে বিশেষ চিন্তিত হয়ে পড়লাম।লোকটার এরকম আমূল পরিবর্তনের কোন কারণ খুঁজে পেলাম না।
অতঃপর রনিত মানে বিভু বাবু র এক মাত্র ছেলের সাথে দেখা করে জিজ্ঞেস করলাম “কী রনিত বাবার শরীর খারাপ? তোমার বাবাকে এতদিন ধরে দেখছি এই রকম করতে তো কখনো দেখিনি। ব্যপারটা কী?” রনিত বলল ” আমরা ও কিছু বুঝতে পারছি না কাকু।বাবা দিন দুয়েক আগে ডাক্তার কাকুর সাথে এই করোনা নিয়ে কথা বলতে হাসপাতালে গিয়েছিল তারপর থেকেই বাবার এই অবস্থা।” শুনে খুব চিন্তায় পড়ে গেলাম, পরে মনে হলো ডাক্তারবাবুর সাথেই কথা বলা দরকার। এই ভেবে পরের দিন রনিতকে বললাম “রনিত শোনো আমার মনে হয় ডাক্তারবাবুর সাথেই তোমার বাবার ব্যপারে কথা বলতে হবে।তবে হাসপাতালে গিয়ে নয় চেম্বারে বা বাড়িতে গিয়ে। ডাঃরায় আমাদের পাড়ার ডাক্তারবাবু তবে ওনার চেম্বার/বাড়ি একটু দুরে।হাসপাতালটা কাছে হলেও ওনার চেম্বারে গিয়ে কথা বলাটাই উচিৎ এবং তোমার বাবাকেও নিয়ে যাওয়া দরকার।” রনিত ও বোধহয় এটাই ভেবেছিল তাই আমার পরামর্শে বিশেষ উৎসাহিত হল।
পরের দিন আমি, বিভু বাবু এবং রনিত মিলে ডাক্তার রায়ের বাড়িতে গেলাম,চেম্বার বাড়ির লাগোয়া,এখন চেম্বার বন্ধ থাকায় বাড়িতে গিয়ে কথা বললাম।ডাক্তার বাবু আামাদের সকলকেই মোটামুটি চেনেন। উনি বিভুবাবুর কথা শুনে অনেক্ক্ষণ ধরে ভেবে বললেন “আপনি তো হাসপাতালে গেছিলেন এখনকার এই ছোয়াঁচে রোগের জন্যে সাবধানতা কি নেবেন তাই নিয়ে কথা বলতে, আমি আপনাকে বলেছিলাম মোটামুটি কি করতে হবে। অবশ্য বিশেষ বুঝিয়ে বলতে পারিনি, অসম্ভব ভীড় ছিল সেদিন। যাই হোক, আপনার এসব কি হল?”
বিভুবাবু উত্তর দিলেন সেদিন এত ভীড় ,হট্টগোল তার ভেতর আপনি যা বললেন তাই বুঝে বাড়ি এসে সেরকম ই শুরু করেছি কিন্তু এরা আবার আমাকে আপনার কাছে নিয়ে এলো। ডাক্তারবাবু বললেন আমাকে একবার বলুন তো ঠিক কি কি আমি আপনাকে বলেছিলাম ! এত হইচই এর মধ্যে ঠিক মনে করতে পারছি না। ” আপনিতো আমায় গরম খেতে বলেন ডাক্তারবাবু” একটু ইতস্তত করে ডাক্তারবাবুকে বিভুবাবু বললেন। ডাক্তারবাবু কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন তারপর হা-হা করে হেসে বললেন ” সত্যি বিভুবাবু আপনি একটা জিনিয়াস। আমি আপনাকে গরম জিনিস খেতে বলেছিলাম।হাসপাতালে এতলোকের মধ্যে পুরোটা বলা হয় নি।এখন বলছি গরম জিনিস বলতে গরম চা,দুধ,।কফি, গরম জল ইত্যাদি। হাসপাতালের চেচামেচিতে ‘জিনিস ‘টাই বোধ হয় আপনার কানে ঢোকে নি।আপনাকে গরম খেতে অর্থাৎ মেজাজ গরম করতে বলি নি।”
বিভুবাবু লজ্জিত মুখে হাত জড়ো করে বললেন “দুঃখিত ডাক্তার বাবু আমি ভাবলাম আপনি আমাকে বললেন গরম খেতে। ভাবলাম গরম খেলে যদি এই ছোঁয়াচে রোগ থেকে বাঁচা যায়, সেই জন্যই চেচামেচি ইত্যাদি করছিলাম।
সব ভালো যার শেষ ভালো তার, সবাই মিলে হাসতে হাসতে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে যে যার বাড়ি মুখী হলাম।



পার্থ মজুমদার
নিবাস ভবানীপুর/ নিজব্যবসা।

 

 

 


 

Author

Du-কলম

Join the Conversation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!